DG visits Burdwan Lions Club
প্রজাতন্ত্র দিবসে বর্ধমান লায়ন্স ক্লাব পরিদর্শন করলেন ডিস্ট্রিক্ট গভর্নর
Bengal Times News, 26 January 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান লায়ন্স ক্লাব পরিদর্শন করলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি ৩ এর জেলা পাল নবারুণ গুহ ঠাকুরতা। ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা পালের কর্মসূচি শুরু হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নবারুণ ঠাকুরতা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ফাস্ট লেডি শীলা গুহ ঠাকুরতা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মহিনুদ্দিন। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পাল ওম প্রকাশ যশ সহ বর্ধমান লায়ন্স ক্লাবের পদাধিকারীরা এবং সিনিয়র সদস্যরা।
২৬ শে জানুয়ারি সকালে পতাকা উত্তোলনের পর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্লোদানের মাধ্যমে জেলা পাল নবারুণ গুহা ঠাকুরতা তার কার্যক্রম শুরু করেন। বর্ধমান লায়ন্স ক্লাবের সভাপতি অনুপ নাগ সম্পাদক প্রসেনজিৎ যশ এবং ডিজি অফিসিয়াল ভিজিট কমিটির চেয়ারপার্সন রেখা যশ জেলা পালসহ অন্যান্য অতিথিদের বর্ধমান লায়ন্স ক্লাবের বিভিন্ন প্রকল্প গুলি ঘুরিয়ে দেখান।
বর্ধমান লায়ন্স ক্লাবের শিশু হাসপাতাল, চক্ষু হাসপাতাল, আউটডোর বিভাগ, সেলাই ট্রেনিং সেন্টার, বিউটিশিয়ান ট্রেনিং সেন্টার, টিকাকরণ সেন্টার, বিভিন্ন সেমিনার হল সহ বর্ধমান লায়ন্স ক্লাবের নানাবিধ প্রকল্পগুলি পরিদর্শন করেন জেলা পাল নবারুণ গুহ ঠাকুরতা। নানাবিধ কাজকর্ম দেখে জেলা পাল বর্ধমান লায়ন্স ক্লাবের ভূয়ষী প্রশংসা করেন।
বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার পর এদিন বিশেষ চাহিদা সম্পন্ন দুজনের হাতে একটি ট্রাই সাইকেল এবং একটি হুইলচেয়ার তুলে দেন উপস্থিত ডিস্ট্রিক্ট গভর্নর সহ অতিথিরা।
এদিন এক অনুষ্ঠানে বর্ধমান লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত বেবি শো এবং অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নবারুণ গুহ ঠাকুরতা, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মহিনুদ্দিন সহ ক্লাব সভাপতি অনুপ নাগ সহ জহর মন্ডল, সেখ আলহাজউদ্দিন এবং অন্যান্যরা।
এরপর জেলা পাল নবারুন গ্রহ ঠাকুরতা বর্ধমান লায়ন্স ক্লাবের পরিচালন কমিটির কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন।