Food Festival
বর্ধমানের কৃষ্ণপুর হাইস্কুলে নজরকাড়া খাদ্য মেলা
Bengal Times News, 22 January 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বিদ্যালয়ে পঠনপাঠনের পাশাপাশি ছাত্র ছাত্রীদের ক্রীড়া সংস্কৃতি নানা বিষয়ে পারদর্শী করে তুলতে উদ্যোগী হয়েছে বর্ধমানের কৃষ্ণপুর হাইস্কুল (উঃ মাঃ)। শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক নানা বিষয়ে ছাত্র ছাত্রীদের আকৃষ্ট করতে উল্লেখযোগ্য কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে এই বিদ্যালয়। বুধবার ২২ জানুয়ারি কৃষ্ণপুর হাইস্কুলে আয়োজিত হয় খাদ্য মেলা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নানাবিধ খাবার তৈরি করে স্টল সাজায়। শীতের পিঠে, মালপোয়া থেকে শুরু করে ঝালমুড়ি, চিকেন পাকোড়া, পাপড়ি চাট সহ মুখরোচক হরেকরকম খাবার। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিজে হাতে তৈরি করেছে সব খাবার। বিক্রিও হচ্ছে। যার সাক্ষী থাকলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পাল, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জী, প্রধান শিক্ষক সৌমেন কোনার সহ অন্যান্যরা। জেলা বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পাল পাপড়ি চাট খেয়ে সুখ্যাতি করেন। ঝালমুড়ি কিনে খেয়ে উচ্ছসিত প্রশংসা করেন প্রিয়ব্রত বাবু। পাপড়ি চাটের স্টলে ভিড় জমে যায়। বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা মজুমদার দাস, শম্পা কর্মকার সহ অন্যান্য শিক্ষিকারা স্টল থেকে পাপড়ি চাট কিনে খেয়ে ছাত্র ছাত্রীদের তারিফ করেন। ছাত্র ছাত্রীদের তৈরি মালপোয়া পিঠে একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার লোভ সামলানো মুশকিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার স্টল থেকে মালপোয়া পিঠে কিনে উপস্থিত অতিথি সহ সাংবাদিকদের হাতে তুলে দেন। খাদ্য মেলায় স্টল ও অন্যান্য দিকে নজর রাখছিলেন সহকারী প্রধান শিক্ষক সেখ সামসুদ্দোহা আলম।
এদিন খাদ্য মেলা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার পড়াশোনার পাশাপাশি সারা বছর বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী রাখতে যে কর্মসূচি চলে সেগুলো তুলে ধরেন। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পাল, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জী, সহকারী প্রধান শিক্ষক সেখ সামসুদ্দোহা আলম সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকারা। অতিথিদের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষিকারা।
"গানে গানে তবে বন্ধন যাক টুটে" রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষিকা শম্পা কর্মকার। এরপর অতিথিদের বক্তব্যের মাঝে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আসামের ঐতিহ্যবাহী সুরম্য বিহু নাচ পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শবনম মুস্তারী।
এদিনের অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানাধিকারিদের বিদ্যালয়ের পক্ষ থেকে মেমেন্টো তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী প্রধান শিক্ষক সেখ সামসুদ্দোহা আলম।