SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Colorful festival of WhatsApp group পূর্ব বর্ধমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাণবন্ত মিলন উৎসব


 

 Colorful festival of WhatsApp group 


পূর্ব বর্ধমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাণবন্ত মিলন উৎসব


Jagannath Bhoumick 
Bengal Times News, 12 January 2025

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : আনন্দঘন পরিবেশে ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ হোয়াটসঅ্যাপ গ্রুপের মিলন উৎসব অনুষ্ঠিত হলো। ১২ জানুয়ারি সকালে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মিলন‌ উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মিলন উৎসবের উদ্বোধন করেন রামনগর সীড ফার্ম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান তথা প্রাক্তন শিক্ষক সেখ আব্দুল হাকিম।

 উপস্থিত ছিলেন ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ পরিচালনা কমিটির মুখ্য উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী পরেশনাথ হাজরা, গ্রুপের মুখ্য এডমিন মধুসূদন কোঙার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তথা শিল্পপতি সেখ আব্দুল জব্বার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়ন্ত কুমার ধারা, এছাড়াও ছিলেন রামনগর সীড ফার্ম প্রাইভেট লিমিটেড এর মুখ্য নির্বাহী আধিকারিক তাপস কোনার, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি চিন্ময় ভট্টাচার্য, ইউকো ব্যাঙ্কের ম্যানেজার ঋতুপর্ণা ভট্টাচার্য, ভাতাড় অগ্নিনির্বাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক রহমান চৌধুরী, ভাতাড় ব্লক কৃষি দপ্তরের এঈও অমল কুমার সাহা, ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সভাপতি স্বপন চ্যাটার্জী ও সম্পাদক প্রদ্যুত পাল, বিশিষ্ট সমাজসেবী প্রণব কোঙার সহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদেরও সংবর্ধিত করা হয়।

ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা হাজারের বেশি। এই গ্রুপের কর্মপরিধি ভাতাড় ছাড়িয়ে পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্য ও দেশে পরিচিতি পেয়েছে। আসলে গ্রুপের মুখ্য এডমিন মধুসূদন কোঙার এর ভাবনা এবং আন্তরিকতা গ্রুপটিকে জনপ্রিয় করে তুলেছে। শুধু হোয়াটসঅ্যাপ পোস্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সহ সামাজিক নানা কাজে ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ নিজেদের ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে। সেই নিরিখেই মিলন উৎসব অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ২০২৫ সালে গ্ৰুপকে একটি এনজিও হিসেবে রেজিস্ট্রেশন করানো। ডিসেম্বর মাসে সম্প্রীতি মেলা, কবি সম্মেলন সহ বই মেলা করার প্রস্তাব উঠেছে। 

এদিনের মিলন উৎসব কথায়, কবিতায়, গানে প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু শিল্পী সুপ্রিয় মান্নার নৃত্য পরিবেশনা উপস্থিত সকলকে আকৃষ্ট করেছে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন গ্রুপের এডমিন দেবজ্যোতি কুন্ডু। সুষ্ঠু ভাবে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন শুভব্রত ব্যানার্জী, রাজীব মান্না, অরূপ কুমার সাহা, সম্রাট হাজরা, কৌশিক মাজি, দেবব্রত দত্ত ও সেলিম মন্ডল সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad