Colorful festival of WhatsApp group
পূর্ব বর্ধমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাণবন্ত মিলন উৎসব
Bengal Times News, 12 January 2025
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : আনন্দঘন পরিবেশে ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ হোয়াটসঅ্যাপ গ্রুপের মিলন উৎসব অনুষ্ঠিত হলো। ১২ জানুয়ারি সকালে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মিলন উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মিলন উৎসবের উদ্বোধন করেন রামনগর সীড ফার্ম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান তথা প্রাক্তন শিক্ষক সেখ আব্দুল হাকিম।
উপস্থিত ছিলেন ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ পরিচালনা কমিটির মুখ্য উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী পরেশনাথ হাজরা, গ্রুপের মুখ্য এডমিন মধুসূদন কোঙার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তথা শিল্পপতি সেখ আব্দুল জব্বার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়ন্ত কুমার ধারা, এছাড়াও ছিলেন রামনগর সীড ফার্ম প্রাইভেট লিমিটেড এর মুখ্য নির্বাহী আধিকারিক তাপস কোনার, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি চিন্ময় ভট্টাচার্য, ইউকো ব্যাঙ্কের ম্যানেজার ঋতুপর্ণা ভট্টাচার্য, ভাতাড় অগ্নিনির্বাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক রহমান চৌধুরী, ভাতাড় ব্লক কৃষি দপ্তরের এঈও অমল কুমার সাহা, ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সভাপতি স্বপন চ্যাটার্জী ও সম্পাদক প্রদ্যুত পাল, বিশিষ্ট সমাজসেবী প্রণব কোঙার সহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদেরও সংবর্ধিত করা হয়।
ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা হাজারের বেশি। এই গ্রুপের কর্মপরিধি ভাতাড় ছাড়িয়ে পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্য ও দেশে পরিচিতি পেয়েছে। আসলে গ্রুপের মুখ্য এডমিন মধুসূদন কোঙার এর ভাবনা এবং আন্তরিকতা গ্রুপটিকে জনপ্রিয় করে তুলেছে। শুধু হোয়াটসঅ্যাপ পোস্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সহ সামাজিক নানা কাজে ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ নিজেদের ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে। সেই নিরিখেই মিলন উৎসব অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ২০২৫ সালে গ্ৰুপকে একটি এনজিও হিসেবে রেজিস্ট্রেশন করানো। ডিসেম্বর মাসে সম্প্রীতি মেলা, কবি সম্মেলন সহ বই মেলা করার প্রস্তাব উঠেছে।
এদিনের মিলন উৎসব কথায়, কবিতায়, গানে প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু শিল্পী সুপ্রিয় মান্নার নৃত্য পরিবেশনা উপস্থিত সকলকে আকৃষ্ট করেছে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন গ্রুপের এডমিন দেবজ্যোতি কুন্ডু। সুষ্ঠু ভাবে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন শুভব্রত ব্যানার্জী, রাজীব মান্না, অরূপ কুমার সাহা, সম্রাট হাজরা, কৌশিক মাজি, দেবব্রত দত্ত ও সেলিম মন্ডল সহ অন্যান্যরা।