Annadata Samman
অন্নদাতার সম্মান জ্ঞাপন : রাজ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন
Bengal Times News, 4 January 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পশ্চিমবঙ্গের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন। রাজ্যের অন্নদাতাদের সম্মান জ্ঞাপন করলো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। যাঁর মস্তিষ্কপ্রসূত এই ভাবনা তিনি বাইরের কেউ নন। তিনি বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক। সেই ভাবনারই বাস্তবায়ন হলো আজ এক অনন্য সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। জেলার কৃষকবন্ধুদের সম্মান জানালেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা শাসক আয়েশা রাণী এ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক।
"ওরা মাঠে মাঠে বীজ বোনে, পাকা ধান কাটে" বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইন আব্দুল মালেক কে বিশেষ ভাবে প্রভাবিত করে। জীবনের পরমসত্য যে মানুষদের কর্মে, শ্রমে সেটা তিনি প্রতিটি পদক্ষেপে উপলব্ধি করেন। আব্দুল মালেক এর কথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কৃষকদের কৃষক রত্ন সম্মান প্রদান চালু করেছেন। সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে অন্নদাতার সম্মান জ্ঞাপন এর বিষয়টি মাথায় আসতেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে বলেন। তিনি ভাবনার তারিফ করতেই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সম্পাদক অদ্বৈত খাঁ, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ বংশী শাম, সুব্রত মন্ডল, মণীষ আগরওয়াল এবং অন্যান্যরা ঝাঁপিয়ে পড়ে সর্বাঙ্গিন সুন্দর ভাবে অন্নদাতা কৃষকবন্ধুদের সম্মান জানালেন।
এদিনের অনুষ্ঠানে ১০০ জন কৃষককে সম্মান জ্ঞাপন করা হয়। কৃষকদের হাতে শাল, ব্লাঙ্কেট এবং শংসাপত্র তুলে তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুপুরে অসাধারণ মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করা হয়। শীতের দুপুরে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত অন্নদাতা কৃষক বন্ধুরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ সকলেই আব্দুল মালেক এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের এই রকম একটি মহতী উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেছেন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন দেশের মধ্যে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সম্মান দিয়েছেন। সেই পথেই এগিয়ে এসে রাইস মিলস অ্যাসোসিয়েশন নজীর স্থাপন করলো। মন্ত্রী স্বপন দেবনাথ তাদের এই উদ্যোগ জেলার প্রতিটি ব্লকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানান, মন্ত্রী মহোদয়ের প্রস্তাবকে স্বাগত। আগামী বছর তাঁরা ব্লকে ব্লকে অন্নদাতার সম্মান জ্ঞাপন অনুষ্ঠান করবেন।