Folk culture festival
আটদিন ব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও হস্তশিল্প, কৃষি, প্রাণীসম্পদ ও আদিবাসী মেলা
Bengal Times News, 20 January 2024
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলী : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকে আট দিন ব্যাপী শুরু হয়েছে লোকসংস্কৃতি উৎসব। উৎসবের অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছে আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণীসম্পদ ও আদিবাসী মেলা। ১৯ জানুয়ারি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিস সুপার সায়ক দাস, অভিনেত্রী অঙ্কিতা মল্লিক, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, শিল্পপতি সুশীল মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, গবেষক ও শিক্ষাবিদ দেবাশীষ নাগ, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বহু বিশিষ্টজন।
এদিন বিদ্যানগর মোড় থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষ পা মেলান। লোকসংস্কৃতির শিল্পীরাও শোভাযাত্রায় অংশ নেন। সকলের মাঝে হুড খোলা গাড়িতে শোভাযাত্রার আকর্ষণে ছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল।
লোক সংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটির উদ্যোগে এবারের উৎসব ২৫ বছরে। পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর তরুণ সংঘের মাঠ (ভবতারিণী গার্লস হাই স্কুল মাঠ), ইউনাইটেড হাইস্কুলের মাঠ এবং শ্রীরামপুর যুব সংঘের মাঠে আয়োজিত হচ্ছে মেলা। তিনটি মাঠ জুড়ে বসেছে হস্তশিল্প, কৃষি, প্রাণী সম্পদ সহ প্রায় ২০০টি স্টল। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
উৎসবের প্রতিটি দিনকে বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। নারী ও শিশু দিবস, শ্রমজীবী দিবস, স্বনির্ভরতা দিবস, আদিবাসী ও কবিতা দিবস, প্রাণী সম্পদ দিবস, ছাত্র দিবস এবং শেষ দিন কৃষিদিবস হিসেবে পালন করা হবে। প্রতিদিন থাকছে বাংলার ঐতিহ্যবাহী ছৌনাচ সহ রাজ্যের বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠান।