ROOS
রিজিওনাল অপ্টোমেট্রিস্ট এ্যান্ড অফথালমিক সোসাইটির ২০ তম দ্বিবার্ষিক সম্মেলন
Bengal Times News, 22 December 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রিজিওনাল অপ্টোমেট্রিস্ট এ্যান্ড অফথালমিক সোসাইটির ২০ তম দ্বিবার্ষিক সম্মেলন আয়োজিত হয় বর্ধমানে। ২১ ও ২২ ডিসেম্বর বর্ধমান ভবনে দুদিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন ও বিজ্ঞান ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। সারা বাংলার সরকারী বেসরকারী ও অপটোমেট্রি পাঠরত এই পেশার সাথে যুক্ত প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন। সম্মেলনে অপ্টোমেট্রিস্টদের ভূমিকা ও তাদের কাজের অগ্রগতি, সমস্যা এবং অপটোমেট্রি সায়েন্স এর উন্নয়ন সম্পর্কে আলোকপাত করা হয়। ২১ ডিসেম্বর বর্ধমান ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রিজিওনাল অপ্টোমেট্রিস্ট এ্যান্ড অফথালমিক সোসাইটির সভাপতি সুবোধ কুমার নায়েক, সম্পাদক হজরত আলী সেখ, দ্বিবার্ষিক সম্মেলনের অর্গানাইজিং প্রেসিডেন্ট সাধন চন্দ্র লাহা, সম্পাদক ধ্রুব মুখার্জী, কনভেনর ফাল্গুনী ফৌজদার সহ অন্যান্যরা।
রিজিওনাল অপ্টোমেট্রিস্ট এ্যান্ড অফথালমিক সোসাইটির দ্বিবার্ষিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি সাধন চন্দ্র লাহা জানান, গ্রামীন অঞ্চল থেকে শুরু শহরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় অপ্টোমেট্রিস্টরা। মূলতঃ রোগীদের এক্কেবারে কাছের মানুষ হয়ে তাদের চোখ পরীক্ষা করা থেকে শুরু করে, তাদের চোখের বিভিন্ন রোগ নির্ণয়, পাওয়ার টেস্ট, বিনামূল্যে চশমা বিতরণ, ছানি পরীক্ষা সহ সমস্ত রকম পরীক্ষাদি করে সার্জেনের কাছে রোগীদের হাজির করে অপ্টোমেট্রিস্টরা। সেইসঙ্গে অপারেশন পরবর্তী সমস্ত রক্ষণাবেক্ষণ সবই অপ্টোমেট্রিস্টদের দায়িত্বেই হয়। এমনকি চোখের মারণরোগ গ্লুকোমা নির্ণয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, শিশুদের ROP, বাচ্চাদের দৃটিশক্তি ফিরিয়ে দেওয়া সবেতেই মুখ্য ভূমিকা নেয় অপ্টোমেট্রিস্টরা। সাধন বাবু বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প "চোখের আলো" এর মূল কান্ডারী এই অপ্টোমেট্রিস্টরা। এই চক্ষু বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রম ও পরিষেবার ফলস্বরূপ "চোখের আলো" প্রকল্পটি আজ সারা বাংলা সহ ভারতবর্ষের একটি অন্যতম জনমুখী প্রকল্প হিসেবে পরিগনিত হয়েছে।
রিজিওনাল অপ্টোমেট্রিস্ট এ্যান্ড অফথালমিক সোসাইটির (ROOS) সভাপতি সুবোধ কুমার নায়েক স্বাগত ভাষণে অপ্টোমেট্রিস্টদের ইতিহাস, দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে সকলকে অবগত করেন।
এই সম্মেলনেকে সামনে রেখে ১৩ টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাদের স্টল দিয়েছে বর্ধমান ভবনে প্রাঙ্গণে। সম্মেলনে আগত প্রতিনিধিরা সেই সব স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন ওষুধ সম্পর্কে বিশদভাবে জেনে নেন।
এই সম্মেলনের ২১ ডিসেম্বর সেমিনারে বিশ্বব্যাপী অপটোমেট্রি সায়েন্স এর উপর গবেষণামূলক আলোচনা এবং তথ্য ভিত্তিক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়। বাংলার স্বনামধন্য চক্ষু চিকিৎসকরা, বিশিষ্ট অপ্টোমেট্রিস্টরা এবং বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে বক্তব্য পেশ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডাঃ সৌরভ ঘোষ, ডাঃ ইন্দ্রনীল রায় প্রমুখ। অপ্টোমেট্রিস্টদের মধ্যে শুভেন্দু গঙ্গোপাধ্যায় অপ্টোমেট্রি ছাত্র চণ্ডীদাস পাত্র অপটোমেটিস্ট প্রমুখ। সম্মেলনের আহ্বায়ক অপ্টোমেট্রিস্ট ফাল্গুনী ফৌজদার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন আরও আলোকজ্বল হয়ে ওঠে।