কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর কবিতা উৎসব
Bengal Times News, 22 December 2024
লুতুব আলি, কলকাতা : কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হলো কলকাতায়। কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে ২১ ডিসেম্বর এই কবিতা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন কবিতা তথা এই উৎসবের আহ্বায়ক অতনু নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, বিশিষ্ট কবি শ্রী সদ্যোজাত ও বিশিষ্ট সাহিত্যিক ধূর্জটি সেনগুপ্ত। অনুষ্ঠানের উপস্থিত সকল কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী সংগীত আগুনের পরশমনি পরিবেশনের মাধ্যমে মোরক উন্মোচন হয় কবিতা কুটির সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা জাগো উমা জাগো...।
অতনু নন্দী বলেন, কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর মাধ্যমে কবি, সাহিত্যিকরা খুব কম খরচে বিশ্বমানের বই প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। কবি সাহিত্যিকরা একটি পরিবারের মধ্যে অন্তর্ভুক্তি হয়ে স্বাধীনভাবে বিচরণ করেন। শয়ে শয়ে লেখক লেখিকারা এই প্রকাশনীর দিকে এগিয়ে আসছেন এবং কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনী সমৃদ্ধ হচ্ছে। এই কবিতা উৎসবে তিলোত্তমা কলকাতা ছাড়াও বাঁকুড়া, দুই বর্ধমান, মেদিনীপুর, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলার কবি সাহিত্যিকদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। এই অনুষ্ঠানে অরিত্র প্রকাশনীর সাহিত্য সংকলন সৃষ্টি প্রকাশিত হয়। এই সংকলনে পশ্চিমবঙ্গের ৪০ জন কবি সাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে। অরিত্র প্রকাশনী থেকে যে সমস্ত কাব্যগ্রন্থ গুলি প্রকাশিত হয় সেগুলি হল খোকন দাসের কাব্যগ্রন্থ পদ্ম পাতায় এক বিন্দু ভালবাসা, কমল হালদারের কাব্যগ্রন্থ মনের ক্যানভাসে, পৃথা ঘোষ দাশগুপ্তর একক কাব্যগ্রন্থ এক টুকরো আলো, শংকর কুমার রায়ের একক কাব্যগ্রন্থ ভালোবাসার রং, রাজিব মল্লিকের ভালোবাসি নীল রং, উন্নীত কর্মকারের একক কাব্যগ্রন্থ শিশু কবির হাত ছানি, ধুর্জটি সেনগুপ্তর একক কাব্যগ্রন্থ প্রাঙ্গণের বাহারে, সুজন চক্রবর্তীর পর্ণমোচী।
এই কবিতা উৎসবে উপস্থিত সকল কবি, সাহিত্যিকদের কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর পক্ষ থেকে শারদ সম্মান ২০২৪ স্মারক প্রদান করা হয়। এই প্রকাশনীর সম্পাদিকা টুম্পা নন্দী বলেন, কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনী লেখক লেখিকাদের আপন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।