বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে আবির খেলায় মাতলো উপভোক্তরা
Bengal Times News, 20 December 2024
অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখলেও তিনি নিজের দায়িত্বে সাধারণ মানুষের ঘরের টাকা মিটিয়ে দেবেন। নিজের দেওয়া কথা তিনি রাখলেন। ১৮ ডিসেম্বর থেকে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। আর তাতেই আনন্দে মাতোয়ারা হলো বাংলার বাড়ির উপভোক্তরা।
শুক্রবার জমালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে জড়ো হন এলাকার মহিলারা। তাঁদের প্রত্যেকের ব্যাঙ্কের এ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির বাংলার বাড়ির টাকা। শুক্রবার তাঁরা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নিজেরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। নিজেদের মধ্যে চলে মিষ্টিমুখ করানো। উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূলের সহ সভাপতি তথা ব্লকের তরুণ তুর্কী নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। ছিলেন পাঁচড়া অঞ্চল সভাপতি জয়দেব দাস সহ অন্যান্যরা।
সাহাবুদ্দিন মন্ডল বলেন বাংলার প্রতি বঞ্চনা করে জোর করে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার খেটে খাওয়া মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কেন্দ্র টাকা না দিলেও তিনি নিজে বাংলার মানুষের মাথায় ছাদের ব্যবস্থা অর্থাৎ পাকা বাড়ি করে দেবেন। সেই কথা তিনি রেখেছেন। সারা রাজ্যে অনেক অসহায় বঞ্চিত মানুষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিলে সেই কথা রাখেন সেটা আবার প্রমাণিত হলো।
বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ এটা বুঝতে পেরে গেছে যে তাঁদের পাশে কেউ না থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যাঁরা ঘরের টাকা পেলেন সকলকে শুভেচ্ছা জানান ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।