Death
ট্রেনে কাটা পড়ে ২ মহিলার মর্মান্তিক মৃত্যু
Bengal Times News, 29 December 2024
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : মেমারী স্টেশনে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রাণ গেল দুই মহিলার। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী রেল স্টেশনে।
জানা যায়, আজ বিকেল আনুমানিক ৫ টা নাগাদ মেমারী স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম দিয়ে থ্রুট্রেন যাচ্ছিল বর্ধমানের দিকে। সেই সময় রেল লাইনের উপর দিয়ে কয়েকজন যাত্রী পারাপার করছিলেন। হঠাৎ ট্রেন চলে আসে, ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হল ২ মহিলার। মৃত ওই মহিলাদের বাড়ি বাঁকুড়া জেলার কাতারা এলাকায়। ৬ জনের একটি দল আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। বাঁকুড়া থেকে মশাগ্রাম নেমে সেখান থেকে মেমারী স্টেশনে ট্রেন ধরে খন্যান যাওয়ার কথা ছিল তাদের। মৃত দুই মহিলার নাম ঝর্না ভূঁইয়া ও পাখি ভূঁইয়া।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ ও আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।