নীলপুর যুব উৎসবের মেগা সাংস্কৃতিক প্রতিযোগিতা ঘিরে বিপুল উদ্দীপনা
Bengal Times News, 29 December 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমানের প্রাণের উৎসব 'নীলপুর যুব উৎসব' তৃতীয় বর্ষে পদার্পণ করছে। আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পাঁচদিন ব্যাপী বর্ধমানের ছোটনীলপুরে জাগরণী সংঘের মাঠে এই উৎসব আয়োজিত হবে। নীলপুর যুব উৎসবকে সামনে রেখে এক মেগা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হলো আজ। ৯ টি বিষয়ে প্রায় এগারো'শ প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
২৯ ডিসেম্বর সকালে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্য দানের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন নীলপুর যুব উৎসবের সভাপতি রাসবিহারী হালদার এবং বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ ডঃ অনিমেষ দেবনাথ। উপস্থিত ছিলেন উৎসব কমিটির অন্যান্য পদাধিকারীরা সহ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক মন্ডলী এবং প্রতিযোগীরা।
উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের চিরাচরিত সংস্কৃতির ধারাকে বজায় রেখে আয়োজিত হবে নীলপুর যুব উৎসব। পাঁচ দিনব্যাপি আয়োজিত এই উৎসবের উদ্বোধন হবে যুব সমাজের নয়নমণি যুগপুরুষ 'স্বামী বিবেকানন্দের' জন্মদিনে। তাঁর চিন্তা ভাবনা ও আদর্শের বার্তা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে নীলপুর যুব উৎসবের নানান কর্মসূচির মাধ্যমে। পাঁচ দিনের উৎসবে বাংলার প্রখ্যাত শিল্পী ও গুণীজনদের নিয়ে নানা রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার আগে এক হাজারের বেশি প্রতিযোগী নিয়ে প্রতিভা অন্বেষণের জন্য আজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এতো বড় আকারে প্রতিযোগিতা পূর্ব বর্ধমানে নীলপুর যুব উৎসব কমিটি আয়োজন করে। এছাড়া খাদ্যরসিক বাঙালীর রসনার তৃপ্তির জন্য বাহারে আহারে খাদ্যমেলা হবে।
নীলপুর যুব উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপসমিতির সম্পাদক সুজিত দে জানান, এই উৎসবের উদ্যোক্তা রাসবিহারী হালদার। উৎসবের অঙ্গ হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। নটি বিষয়ের উপর চারটি বিভাগে প্রতিযোগিতায় ১০৯২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, ক্যুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সংবাদ পাঠ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সমসাময়িক বিষয় সহ বিজ্ঞান, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, চলচ্চিত্র, খেলাধুলা, সমাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন স্থান পেয়েছে পাশাপাশি স্বামী বিবেকানন্দ : যুব সমাজের অনুপ্রেরণা বিষয়টিও রাখা হয়েছে। সব থেকে বড় বিষয় কোন প্রবেশ মূল্য ছাড়াই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে টিফিন ও দুপুরে প্রতিযোগী এবং অভিভাবকদের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় স্থান অধিকারীদের মিরপুর যুব উৎসবের মঞ্চে পুরস্কার প্রদান করা হবে।