ভাষা দিয়ে সম্প্রীতি গড়ার ডাক দিল পশ্চিম বর্ধমান বই মেলা
Bengal Times News, 29 December 2024
লুতুব আলি, আসানসোল : পশ্চিম বর্ধমান বর্ণময় বইমেলা শুরু হয়েছে আসানসোলে। ২৯ ডিসেম্বর অষ্টম বইমেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার এবং শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এই বইমেলার উদ্বোধনের প্রাক্কালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আসানসোল শহর পরিক্রমা করে। এবারে বইমেলার থিম 'ভাষা দিয়ে সম্প্রীতি গড়বো'। এই বিষয়ের উপর এবং বই কিনুন, বই পড়ুন শোভাযাত্রায় স্লোগান দেওয়া হয়। মূল অনুষ্ঠানটি হয় আসানসোলের এনসিসি গ্রাউন্ডে। এইখানেই বইমেলা শুরু হয়েছে। বই মেলার নজরুল মঞ্চে স্বাগত ভাষণ দেন পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থাগার আধিকারিক ও অষ্টম বইমেলা কমিটির সম্পাদক নির্মাল্য অধিকারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পোন্নম বলম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী, গ্রন্থাগার পরিষেবা দপ্তরের যুগ্ম সচিব দেবারতি ঘোষ, পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, আসানসোল পৌর নিগমের উপমহানাগরিক ওয়াসিমুল হক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ভাষার মাধ্যমে কবি, সাহিত্যিক, লেখক লেখিকারা পারেন সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে। পশ্চিম বর্ধমান অষ্টম জেলা বর্ণময় বইমেলা তাই ভাষা দিয়ে সম্প্রীতি গড়বো এই বার্তা দিচ্ছে। সমগ্র পৃথিবীর অস্থিরতা, সম্প্রীতি রক্ষা করতে একমাত্র ভাষাই পারে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও এব্যাপারে আলোকপাত করেন। আসানসোলের এই বই মেলাতে ৯২ টি বইয়ের স্টল বসেছে। কলকাতার নামিদামি প্রকাশকেরা এই বইমেলায় হাজির হয়েছে। বইমেলা উপলক্ষে বিভিন্ন ধরনের আলোচনা, কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বই মেলা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।