প্রাণ প্রেম প্রয়াস এর বার্তা দিয়ে জমজমাট বড়শুল উৎসব
Bengal Times News, 28 December 2024
লুতুব আলি, বড়শুল : প্রাণ প্রেম প্রয়াস এর বার্তা দিয়ে শুরু হয়েছে বর্ণময় বড়শুল উৎসব। বড়দিনের সকালে বড়শুল উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বড়শুল এলাকা পরিক্রমা করে। বড়দিন মানেই সান্তাক্লজের আবির্ভাব, ক্রিসমাস ট্রি, আলোক সজ্জায় চারদিক ঝলমল করে, কেক খাওয়ার হুড়হুড়ি.. এমনই এক উদ্দীপনার সকালে বড়শুল এলাকা রঙিন হয়ে ওঠে। এই পদযাত্রায় বড়শুল উৎসব কমিটির কর্মকর্তা থেকে শুরু করে সদস্য সদস্যরা, এলাকার আবাল বৃদ্ধবনিতা এই শোভাযাত্রায় পা মেলান।
শোভাযাত্রায় আদিবাসী লোকসংগীত পরিবেশিত হয়। এই পদযাত্রায় পা মেলান বড়শুল উৎসব কমিটির সম্পাদক তথা বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, উপ প্রধান নাজিরা বেগম, উৎসব কমিটির কোষাধ্যক্ষ শেখ মোহাম্মদ হাবিব, শেখ নাজির, জয়ন্ত বৈদ্য, বড়শুল উৎসব কমিটির সহ-সভাপতি অরুন গোলদার, প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক তারকনাথ রায়, গৌরাঙ্গ লাল বসু, অনিল সরকার, শেখ সফিক, মোঃ সিরাজ উদ্দিন প্রমুখ। পদযাত্রায় প্রাণ প্রেম প্রয়াস এর স্লোগান দেওয়া হয়। এই তিনটি বিষয় সমন্বয়ের অভাবে সমগ্র পৃথিবীতে অস্থিরতা দেখা দিয়েছে। বড়শুল উৎসব কমিটি প্রতি বছরই প্রাণ প্রেম প্রয়াসের প্রতি লালন-পালন করার বার্তা দেয়।
সন্ধ্যায় বড়শুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি সন্দীপ বসু, বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, সহ-সভাপতি দেব-দ্বীপ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌভিক পান, শেখ কামরুল হাসান, শক্তিপদ পাল, শক্তিগড় থানার সেকেন্ড অফিসার বিপ্লব চ্যাটার্জী, বিশিষ্ট সমাজসেবী শেখ মোঃ মহসিন, গৌরাঙ্গ লাল বসু, পরেশ কাহার, বড়শুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. বিশ্বজিৎ ঘটক, শেখ মাহফুজ, শেখ রতন প্রমুখ।
অনুষ্ঠানে বড়শুল উৎসবের স্মরণিকা প্রাণ প্রেম প্রয়াস প্রকাশিত হয়। এই স্মরণিকায় প্রয়াত মুখ্যমন্ত্রী ডা: বিধান চন্দ্র রায়ের মানসকন্যা, বড়শুল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে সম্পাদকীয়তে আলোকপাত করা হয়। এছাড়াও প্রাক কথনে বড়শুল অঞ্চলের অন্তর্গত বামন পাড়া গ্রামে রাজশেখর বসুর জন্ম ও কর্মজীবন নিয়ে আলোকপাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এই দুটি বিষয় অনেকেরই নজর কাড়ে।
রমেশ চন্দ্র সরকার জানান, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বড়শুল উৎসব চলবে। বিভিন্ন দিনে রয়েছে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, মনন শীল আলোচনা। উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের স্টল, নাগর দোলনা, খাবারের দোকানের পসরা বসেছে। এই বড়শুল উৎসব কে কেন্দ্র করে বড়শুল ও সন্নিহিত এলাকার গ্রামগুলি উৎসবমুখর রূপ নিয়েছে।
উৎসব উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার কচিকাঁচা থেকে কিশোর কিশোরীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে দর্শক শ্রোতাদের আকৃষ্ট করছেন।