নগদ ৪১ লক্ষ টাকা এবং ৪৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
Bengal Times News, 18 December 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : নগদ ৪১ লক্ষ টাকা এবং ৪৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ১৮ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মেমারি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এক বিশেষ সোর্স ইনফরমেশন এর ভিত্তিতে পুলিশ মেমারি থানার ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রায় ৪৭ কেজি গাঁজা এবং ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছে। ঘটনায় আইনানুগ প্রক্রিয়ায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বেআইনি কাজে যুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার ওপর একটি মামলা শুরু করা হয়েছে।আগামীকাল অভিযুক্তকে কোর্টের সামনে হাজির করানো হবে।