Banglar Bari
বাংলার বাড়ি প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৮০ হাজার পরিবার উপকৃত হবে
Bengal Times News, 17 December 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাংলার মানুষকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা অনুদান দিয়ে 'বাংলার বাড়ি' গ্রামীণ আবাসন প্রকল্পের শুভসূচনা করলেন। ১৭ ডিসেম্বর বিকেল ৪টে ৪৫ মিনিটে নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের
তহবিল থেকে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। উপভোক্তার ব্যাঙ্ক/পোস্ট অফিস অ্যাকাউন্টেই টাকা প্রদান করা হবে।
এদিন বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ভার্চুয়ালি পূর্ব বর্ধমানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস সহ জেলার বিধায়কগণ ও অন্যান্য আধিকারিকরা।
জেলা শাসক আয়েশা রাণী এ জানান, পূর্ব বর্ধমান জেলায় বাংলার বাড়ি প্রকল্পে ৭৯ হাজার ৩০৯ টি পরিবার উপকৃত হবে।