রাত পোহালেই শহর বর্ধমানে ভারত সংস্কৃতি উৎসব ২০২৪ এর সূচনা
Bengal Times News, 17 December 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারত সংস্কৃতি উৎসব ২০২৪ এর সূচনা হচ্ছে ১৮ ডিসেম্বর। মঙ্গলবার বর্ধমান টাউন হল প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে উৎসবের সম্পর্কে বিস্তারিত জানান, ভারত সংস্কৃতি উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, কার্যকরী সভাপতি তথা আইনজীবী অরূপ দাস। এছাড়াও ছিলেন ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম কর্মকর্তা দোয়েল চক্রবর্তী সহ অন্যান্যরা।
সাংবাদিক সম্মেলনে ভারত সংস্কৃতি উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, এবছর ভারত সংস্কৃতি উৎসব ১৭ তম বর্ষে পদার্পন করছে। ১৮ ডিসেম্বর সকাল ৯ টায় বর্ধমান টাউন হল ময়দান থেকে 'সংস্কৃতি চেতনা পদযাত্রা'র মাধ্যমে উৎসবের সূচনা হবে। পদযাত্রায় অংশ নেবেন বিশিষ্ট হকি খেলোয়াড় অশোক কুমার (ধ্যান চাঁদ) সহ সমাজের বিশিষ্ট নাগরিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও ছাত্র ছাত্রীরা। বিকেল সাড়ে পাঁচটায় টাউন হল ময়দানে ১৭ তম ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অজ্ঞানন্দজী মহারাজ পদ্মশ্রী পূর্ণদাস বাউল, ডঃ হৈমন্তী শুক্লা, রামানুজ দাশগুপ্ত, শ্রীকুমার চট্টোপাধ্যায়, ও রূপঙ্কর বাগচী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমানের জেলা জজ সুজয় সেনগুপ্ত।
প্রসেনজিৎ বাবু জানান, ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২৪ বর্ধমানের টাউন হল অডিটোরিয়াম, টাউন হল মুক্তমঞ্চ, টাউন হল প্রাঙ্গণ ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, অরবিন্দ স্টেডিয়ামের জিমনেসিয়ামে হল এবং পান্থশালা হলে অনুষ্ঠান হবে।
গত ১৬ বছর ধরে বর্ধমান শহরে অনুষ্ঠিত হয়ে আসছে ভারত সংস্কৃতি উৎসব। এই ধারাবাহিকতা বজায় রেখে এবছর ভারতবর্ষের ২২টি রাজ্য ও বিশ্বের ১০টি দেশের প্রতিযোগী ও শিল্পীরা অংশগ্রহণ করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে।
প্রসেনজিৎ পোদ্দার আরও জানান, ২ জানুয়ারি ২০২৫ সংস্কৃতি লোক মঞ্চে প্রতিযোগিতায় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হবে।