ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ৩৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
Bengal Times News, 23 November 2024
লুতুব আলি, কলকাতা : ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ৩৬ তম প্রতিষ্ঠা দিবস ও হাল্তু আশ্রমের তৃতীয় বর্ষ বর্ণময় প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল। কলকাতার হাল্তু আশ্রমে দুদিনের এই অনুষ্ঠানে সাধুসন্ত ও ভক্ত মন্ডলীর মূল্যবান আধ্যাত্মিক আলোচনায় সমগ্র পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে আহ্বান জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধান প্রাপ্তি ছিল সঙ্ঘ জননী শ্রী শ্রী গুরুমার আশীর্বচন। সমগ্র পৃথিবীব্যাপী হিংসা, যুদ্ধ, অরাজগতা বিরাজ করায় সঙ্ঘ জননী শ্রী শ্রী গুরু মা উদ্বেগ প্রকাশ করেন।
সঙ্ঘের সন্ন্যাসীদের বেদান্ত দর্শনের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ও ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। প্রাত্যহিক জীবনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অবদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের ব্যাপারে অনুষ্ঠানের উপস্থিত বৈশিষ্ট ব্যক্তিবর্গ ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বামী শঙ্করা নন্দজীর লেখা মাইন্ড ইওর মাইন্ড বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঙ্ঘ জননী শ্রী শ্রী গুরু মা।
দুদিনের বর্ণময় অনুষ্ঠানে ধ্যান, প্রার্থনা ও মহামন্ত্র এবং বেদান্ত নিয়ে আলোচনা হয়। এছাড়াও ভক্তিগীতি, সংগীত, নৃত্যানুষ্ঠান কবিতা আবৃত্তি হয়। মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে আইভিএস এর ভক্তরা এবং বহিরাগত শিল্পীদের মননশীল অনুষ্ঠান সকলকে আনন্দ দান করে। কলকাতার হাল্তু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী প্রহ্লাদানন্দজী বলেন, দুদিনের এই বর্ণময় অনুষ্ঠানে বর্তমান অবক্ষয় সমাজ ব্যবস্থার নানান দিকগুলি নিয়ে আলোচনা হয়। অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পন্থা নিয়ে আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধু, সন্ত ও ধর্মপ্রাণ মানুষদের উজ্জ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।