স্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে গেল দুই বালক
Bengal Times News, 23 November 2024
সৈয়দ আবু জাফর, শান্তিপুর : স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই বালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের। জানা যায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন।
ঠিক তখনই দুই বালক গেঞ্জি খুলে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ ওই দুইজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল। তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা। এরপর আর উঠে আসেনি।
খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই বালকের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তাদের অনুমান ওই দুই বালক স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকতে পারে। পুলিশ ওই দুই বালকের পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে।