অভিভাবকদের ক্ষোভের মুখে বিদ্যালয়ের শিক্ষক
Bengal Times News, 25 November 2024
বেঙ্গল টাইমস নিউজ, মেমারি : দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির - ২ ব্লকের বোহার অঞ্চলের মাকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন অনিয়মিত ভাবে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে এসে উপস্থিতির স্বাক্ষর করেই আবার চলে যান।
আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা এমনটাই অভিযোগ জানিয়েছেন। এমনকি ঐ শিক্ষকের মানষিক সুস্থতা নিয়েও প্রশ্ন অভিযোগ তুলেছেন অনেকেই।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ সত্যি নয় বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি জানিয়েছেন তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে কিছুদিন অনিয়মিত বিদ্যালয়ে এসেছেন। এই ঘটনায় পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে আসে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ। অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যে ছুটির আবেদন জানিয়েছেন আজ।
অন্যদিকে এই ঘটনায় সাতগাছিয়া চক্রের দায়িত্বপ্রাপ্ত এস আই ইন্দ্রানী আচার্য জানিয়েছেন তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।