Shyama Sangeet
শ্যামা সঙ্গীত লিখে সাড়া ফেলেছেন মোহাম্মদ রাজিবুল হাসান
Bengal Times News, 23 October 2024
লুতুব আলি, ঢাকা : কালী পুজো উপলক্ষে মুক্তি পেতে চলেছে বাংলাদেশের বিশিষ্ট গীতিকার, নজরুল গবেষক মোহাম্মদ রাজিবুল হাসানের শ্যামা সংগীত। 'আর কিছু চাইনা মাগো, তোমার করুণা ছাড়া...' এই শ্যামা সঙ্গীতটি সুরারোপ করেছেন কানাডা প্রবাসী সোনালী রায়।
কন্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান ড. প্রিয়াঙ্কা গোপ।
মোহাম্মদ রাজিবুল হাসান বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার অন্তর্গত গোপালপুর গ্রামে ১৯৮৮ সালের ১লা মার্চ জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার ফার্মগেট এলাকার স্থায়ী বাসিন্দা। স্কুলে পড়তে পড়তে সপ্তম শ্রেণীতেই তাঁর লেখালেখি শুরু। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও গোঁড়ামি তাঁকে কোনভাবেই স্পর্শ করতে পারেনি। সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি শ্যামাসঙ্গীত সাবলীল ভাবে লিখে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করে চলেছেন। এছাড়াও ইসলামী গান, কীর্তন, ভক্তিগীতি, কাব্য গীতি, থিম সং সহ ফোক ঘরানার গান সাবলীল ভাবে লিখে চলেছেন। পাঁচ শতাধিক গানের তিনি রচয়িতা।
এর মধ্যে দুই শতাধিক গানের সুরারোপ সম্পূর্ণ হয়েছে। তাঁর লেখা গান বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা ছাড়াও ভারতের অনেক শিল্পীও গেয়েছেন। উল্লেখযোগ্যরা হলেন রাহাত আরা গীতি, বিজন মিস্ত্রি, কাফি মাহমুদ, মাহমুদুল হাসান, বিমান চন্দ্র বিশ্বাস, রতন সাহা, শহীদ খান, অর্চনা মালাকার, রেহানা পারভিন হাসি, মঞ্জুসা চক্রবর্তী, শতরুপা রায় কর, ত্রিবেনী পান্না, শাহীন এস বি, মোহাম্মদ সাইফুল ইসলাম, অরুণ চৌধুরী, রোবাইদা বিনতে ইসলাম দীনা প্রমুখ। এক সাক্ষাৎকারে মোহাম্মদ রাজিবুল হাসান বলেন, লেখার পাশাপাশি তিনি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করে চলেছেন। কালীপুজো উপলক্ষে শ্যামা সংগীতটি মূলত বাণী নির্ভর ও রাগাশ্রয়ী। এই শ্যামা সঙ্গীতটি ইতিমধ্যে সম্পূর্ণ গানের ভিডিও চিত্রিত হয়েছে রমনা কালীমন্দিরে। এই শ্যামা সঙ্গীতটি কালীপুজোর উপহার হিসেবে বাজারে আসছে।
শ্যামাসঙ্গীতের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল ভিত্তি একই শুধু ধর্মীয় অনুশীলন আলাদা আলাদা। তাই প্রতিটি মানুষের প্রতিটি ধর্মীয় কালচারকে শ্রদ্ধা করা নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন। মোহাম্মদ রাজিবুল হাসানের বর্ণময় জীবন নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের স্বনামধন্য পোশাক কারখানা ফকির অ্যাপারলেস লিমিটেডে কর্মরত আছেন। পাশাপাশি রোবাইদা বিনতে ইসলাম দীনার পরিকল্পনায় আবর্তন অনলাইন পেজের পরিচালনা ও সঞ্চালনায় নিয়োজিত আছেন।