SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

International Joker Festival অভিনব উৎসব আয়োজিত হয়ে গেল কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে, আন্তর্জাতিক জোকার উৎসব


 

International Joker Festival 


অভিনব উৎসব আয়োজিত হয়ে গেল কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে, আন্তর্জাতিক জোকার উৎসব 






Goutam Choudhauy 
Bengal Times News, 22 October 2024

গৌতম চৌধুরী, কলকাতা : এক নজরে দেখে মনে হবে, রয়েছি কোনো সার্কাসের ময়দানে। আসলে রয়েছেন সার্কাসের মুখ্য কুশীলব তথা শিল্পী-জোকারদের মাঝে। একসময়, সার্কাসের শুভসুচনা হতো জোকারদের হাত ধরে। স্যাটেলাইট টেলিভিশন উত্থাপনের সঙ্গে সঙ্গে অগণিত বিকল্প বিনোদনের মাধ্যমে এই জোকাররা কিছুটা পিছিয়ে পড়েছেন। যদিও ১০ টি দেশের ২৫ জন শিল্পী (জোকার) এইমুহুর্তে মহানগরের সায়েন্স সিটি অডিটোরিয়ামে ১৮-২০ অক্টোবর তিনদিনের অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল। ছোটবেলায় মা-বাবার হাত ধরে বাচ্চারা সার্কাসের তাবুতে হাজির হত। এর মাঝে চোখে পড়ে, এগিয়ে চলেছে হ্লুদ জ্যাকেট, লাল প্যান্ট, মাথায় টুপি আর নাকে বল গোজা জোকারদের। অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা, সাইকেল ছেড়ে মাঝে মধ্যে মঞ্চে রাখা কাঠামো বেয়ে অবলীলায় উপরে উঠছে, বিনোদনের কারসাজিতে উপস্থিত দর্শকরা হেসে কুটোপাটি। একটা কথা মাথায় রাখতে হবে। জোকার শুধুমাত্র মেকআপ নয়, এটা একটা শিল্প মাধ্যম। অধ্যাবসায়, দক্ষতায় তাদের শিল্প ফুটিয়ে তুলেছেন মঞ্চে এবং বিনোদনের ডালি নিয়ে হাজির থাকছেন ১২০ মিনিটের অনুষ্ঠানে শিল্পী তথা জোকাররা। মহানগরে আয়োজিত সমারোহে শিল্পীরা এসেছেন ভারত সহ ইউএসএ, মালেয়াশিয়া, মেক্সিকো, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, রাশিয়া, স্পেন ইত্যাদি দেশ থেকে। 

মহানগরের আয়োজক কিঞ্জল ভট্টাচার্য জানালেন, এখানকার মানুষদের জন্য এক আনন্দের স্মৃতি ছেড়ে যাওয়ার নিরীখেই এই অনুষ্ঠানের আয়োজন। ১০টি দেশের ২৫টি পুরষ্কারে ভুষিত শিল্পীদের দর্শণীয় শিল্প প্রদর্শনী দেখে অভিভূত মহানগরের খুদে থেকে বয়স্ক মানুষজন। প্রদর্শনীতে ছিল হাসি, কমেডি, জাগলিং ও গানেগানে ১২০ মিনিট নিভের্জাল বিনোদনের অনুষ্ঠান। অভিনব এই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা তথা আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পী মার্টিন ফুবার ডিসু'জা। তিনি আবার আন্তর্জাতিক ক্লাউন ফেডারেশনের সহ সভাপতিও বটে। বিশুদ্ধ বিনোদনের জন্য জোকারদের অভিনব প্রদর্শনীতে হাউসফুল ছিল তিন দিনের মোট নয়টি শো-তেই। মহানগর থেকে প্রাপ্ত সন্দেশবার্তায় জানা গেছে, পুরষ্কার প্রাপ্ত শিল্পীদের মধ্যে ছিলেন, মার্টিন ডিসু'জা, বোয়েল রোক, প্যাট্রসিয়া, সিলিটিয়া, মারিয়া টিখোমিবোতস, লুইস সেবান্তিয়া, রেল্টা, ইয়াদিয়া, আস্তানেল প্রমুখ। এই শিল্পীরা ইতিমধ্যে আমাদের দেশের ১০টি নগরে ১০০টি প্রদর্শনী এবং দেড়লাখ দর্শকের উপস্থিতিতে ২৫ জন শিল্পী তথা জোকার তাদের শিল্পকলা প্রদর্শন করেছেন। আট থেকে আশী বয়সের মানুষ জনেরা উপভোগ করেছেন নির্ভেজাল বিনোদন। মন্দের ভালো, আজ যে কোনও উৎসব বা অনুষ্ঠানে ক্যাটারিং সংস্থার কর্তারা হাজির রাখছেন এই শিল্পীদের। শুভ সূচনায় শোভাযাত্রাতেও এই শিল্পীরা থাকছেন। তবুও বিনোদনের দুনিয়ায় হারিয়ে যাচ্ছেন এই জোকার শিল্পীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad