International Joker Festival
অভিনব উৎসব আয়োজিত হয়ে গেল কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে, আন্তর্জাতিক জোকার উৎসব
Bengal Times News, 22 October 2024
গৌতম চৌধুরী, কলকাতা : এক নজরে দেখে মনে হবে, রয়েছি কোনো সার্কাসের ময়দানে। আসলে রয়েছেন সার্কাসের মুখ্য কুশীলব তথা শিল্পী-জোকারদের মাঝে। একসময়, সার্কাসের শুভসুচনা হতো জোকারদের হাত ধরে। স্যাটেলাইট টেলিভিশন উত্থাপনের সঙ্গে সঙ্গে অগণিত বিকল্প বিনোদনের মাধ্যমে এই জোকাররা কিছুটা পিছিয়ে পড়েছেন। যদিও ১০ টি দেশের ২৫ জন শিল্পী (জোকার) এইমুহুর্তে মহানগরের সায়েন্স সিটি অডিটোরিয়ামে ১৮-২০ অক্টোবর তিনদিনের অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল। ছোটবেলায় মা-বাবার হাত ধরে বাচ্চারা সার্কাসের তাবুতে হাজির হত। এর মাঝে চোখে পড়ে, এগিয়ে চলেছে হ্লুদ জ্যাকেট, লাল প্যান্ট, মাথায় টুপি আর নাকে বল গোজা জোকারদের। অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা, সাইকেল ছেড়ে মাঝে মধ্যে মঞ্চে রাখা কাঠামো বেয়ে অবলীলায় উপরে উঠছে, বিনোদনের কারসাজিতে উপস্থিত দর্শকরা হেসে কুটোপাটি। একটা কথা মাথায় রাখতে হবে। জোকার শুধুমাত্র মেকআপ নয়, এটা একটা শিল্প মাধ্যম। অধ্যাবসায়, দক্ষতায় তাদের শিল্প ফুটিয়ে তুলেছেন মঞ্চে এবং বিনোদনের ডালি নিয়ে হাজির থাকছেন ১২০ মিনিটের অনুষ্ঠানে শিল্পী তথা জোকাররা। মহানগরে আয়োজিত সমারোহে শিল্পীরা এসেছেন ভারত সহ ইউএসএ, মালেয়াশিয়া, মেক্সিকো, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, রাশিয়া, স্পেন ইত্যাদি দেশ থেকে।
মহানগরের আয়োজক কিঞ্জল ভট্টাচার্য জানালেন, এখানকার মানুষদের জন্য এক আনন্দের স্মৃতি ছেড়ে যাওয়ার নিরীখেই এই অনুষ্ঠানের আয়োজন। ১০টি দেশের ২৫টি পুরষ্কারে ভুষিত শিল্পীদের দর্শণীয় শিল্প প্রদর্শনী দেখে অভিভূত মহানগরের খুদে থেকে বয়স্ক মানুষজন। প্রদর্শনীতে ছিল হাসি, কমেডি, জাগলিং ও গানেগানে ১২০ মিনিট নিভের্জাল বিনোদনের অনুষ্ঠান। অভিনব এই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা তথা আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পী মার্টিন ফুবার ডিসু'জা। তিনি আবার আন্তর্জাতিক ক্লাউন ফেডারেশনের সহ সভাপতিও বটে। বিশুদ্ধ বিনোদনের জন্য জোকারদের অভিনব প্রদর্শনীতে হাউসফুল ছিল তিন দিনের মোট নয়টি শো-তেই। মহানগর থেকে প্রাপ্ত সন্দেশবার্তায় জানা গেছে, পুরষ্কার প্রাপ্ত শিল্পীদের মধ্যে ছিলেন, মার্টিন ডিসু'জা, বোয়েল রোক, প্যাট্রসিয়া, সিলিটিয়া, মারিয়া টিখোমিবোতস, লুইস সেবান্তিয়া, রেল্টা, ইয়াদিয়া, আস্তানেল প্রমুখ। এই শিল্পীরা ইতিমধ্যে আমাদের দেশের ১০টি নগরে ১০০টি প্রদর্শনী এবং দেড়লাখ দর্শকের উপস্থিতিতে ২৫ জন শিল্পী তথা জোকার তাদের শিল্পকলা প্রদর্শন করেছেন। আট থেকে আশী বয়সের মানুষ জনেরা উপভোগ করেছেন নির্ভেজাল বিনোদন। মন্দের ভালো, আজ যে কোনও উৎসব বা অনুষ্ঠানে ক্যাটারিং সংস্থার কর্তারা হাজির রাখছেন এই শিল্পীদের। শুভ সূচনায় শোভাযাত্রাতেও এই শিল্পীরা থাকছেন। তবুও বিনোদনের দুনিয়ায় হারিয়ে যাচ্ছেন এই জোকার শিল্পীরা।