Road accident
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ শিশু সহ আহত ১২
Bengal Times News, 23 October 2024
অতনু হাজরা, জামালপুর : ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায়। জানা যায়, বুধবার দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ মেমারি তারকেশ্বর রোডের উপর মেমারির দিক থেকে একটি বোলেরো গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় আচমকায় উল্টো দিক থেকে আসা একটি ভ্যান সজরে ধাক্কা মারে, তার সামনে। ঘটনার আহত হন দুজন শিশু চারজন মহিলা সহ মোট ১২ জন । স্থানীয়রা জানিয়েছেন বিকট শব্দ হয় তারপর সকলেই বেরিয়ে তাদের তড়িঘড়ি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, মুর্শিদাবাদে তাদের বাড়ি তারা তাদের আত্মীয়-স্বজনদের আনতে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপরই স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় স্পিড বেকারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখান। দাবি করেন যতক্ষণ না এখানে স্পিড বেকার করা হচ্ছে ততক্ষণ রাস্তা অবরোধ চলবে। পুলিশ আহত দের উদ্ধার করে স্থানীয় মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে পুলিশের কথা অবরোধ উঠে যায়।