Bengali Cinema Kohinoor
কল্প বিজ্ঞানের গল্প নিয়ে শীঘ্রই বড় পর্দায় আসছে বাংলা সিনেমা কোহিনূর
Bengal Times News, 3 November 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বাংলা সিনেমায় এক নতুন মাত্রার ছবি "কোহিনূর" আগামী ১৫ নভেম্বর থেকে বড় পর্দায় আসছে। এটি কোহিনূর নামক হীরাকে ঘিরে ২০৪০ সালের প্রেক্ষাপটে একটি কল্প বিজ্ঞানের গল্প। সৌরভ দাসের পরিচালনায় ওম প্রোডাকশন হাউসের মুভি “কোহিনূর” একটি রোমাঞ্চকর, অ্যাকশন, ভালোবাসা ও নাটকীয়তায় পরিপূর্ণ চলচ্চিত্র। ইতিমধ্যেই ছবির ট্রেলার রিলিজ হয়েছে এবং আইনক্সে সিনেমা শুরুর আগে প্রদর্শিত হচ্ছে। ২ নভেম্বর বর্ধমানের অভিজাত হোটেল সিটি টাওয়ারের ব্যাঙ্কোয়েট হলে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ছবির গল্পকার ও পরিচালক সৌরভ দাস। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক সৌমি দত্ত রায় সহ ছবির মুখ্য চরিত্র বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত। উল্লেখ্য ছবির পরিচালক ও প্রযোজক দুজনেই ছবিতে অভিনয় করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় সহ উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী দলুই সহ অন্যান্য সহকারী অভিনেতা ও অভিনেত্রীরা।
সাংবাদিক সম্মেলনে "কোহিনূর” এর প্রেক্ষাপট সম্পর্কে পরিচালক সৌরভ দাস জানান, কল্প বিজ্ঞানের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে আরভ হলেন OUTLAW নামক একটি প্রাইভেট মিলিটারি সংস্থার ক্যাপ্টেন যিনি জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক ভয়ানক ভয়ানক মিশন জয় করেছেন। ক্যাপ্টেন আরভকে জেনারেল আদিত্য ব্রিটিশ রিসার্চ অর্গানাইসেশনে সংরক্ষিত কোহিনূর হীরার নিরাপত্তার কাজে নিয়োগ করেন।
কিন্তু একটি প্যারালাল ইউনিভার্স থেকে এক শক্তিশালী মেয়ে এসে হীরাটাকে নিয়ে নিজের জগতে চলে যায়। ক্যাপ্টেন তার পিছু পিছু সেই জগতে যায়। এরপর সেই হীরাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ক্যাপ্টেন আরভ আপ্রাণ চেষ্টা করে। সেই জগতের যাবতীয় বাধা বিপত্তির সাথে তার লড়াই ও সেই জগতের বিভিন্ন ভয়ঙ্কর শক্তি দ্বারা তাকে আটকানো সত্ত্বেও হীরাটাকে ফিরিয়ে আনার অদম্য প্রচেষ্টা এবং পরিশেষে সেই হীরাটাকে সে ফিরিয়ে আনতে পারবে কিনা সেই নিয়েই গল্প।
কোহিনূর ছবির সঙ্গীত পরিচালক সৌরভ দাস নিজে। ছবিতে সাতটি গান রয়েছে গানগুলো গেয়েছেন অভিষেক দাস, পূজা মজুমদার ও তপুশ্রী হাজরা। এই ছবির সিনেমাটোগ্রাফার আনমোল হক শাহ। সহ পরিচালনায় রয়েছেন কামরান মল্লিক ও অভিনেত্রী মৌবনী দলুই।
যাইহোক, ছবির প্লট ঘনীভূত হয় যখন জেনারেল আদিত্য এই অন্যজাগতিক রাজ্যে প্রবেশ করেন, এটিকে জয় করার একটি বড় পরিকল্পনা প্রকাশ করে। এই প্রকাশ একটি নৃশংস যুদ্ধ শুরু করে, যা সিনেমার প্রথম অংশের ক্লাইম্যাক্সকে চিহ্নিত করে।
সব থেকে বড় বিষয় বাংলা সিনেমা কোহিনূর এর সমস্ত শুটিং হয়েছে বর্ধমানে। যা দর্শকদের আকৃষ্ট করবে এমনটাই আশা করেন ছবির প্রযোজক সৌমি দত্ত রায় এবং পরিচালক সৌরভ দাস। দু'ঘন্টার এই ছবি দর্শকদের উপহার দিতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগলো। এই ছবি তৈরি প্রসঙ্গে অভিনেতা রজতাভ দত্ত কি জানালেন শুনুন -