SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Bengali Cinema Kohinoor কল্প বিজ্ঞানের গল্প নিয়ে শীঘ্রই বড় পর্দায় আসছে বাংলা সিনেমা কোহিনূর


 

 Bengali Cinema Kohinoor 


কল্প বিজ্ঞানের গল্প নিয়ে শীঘ্রই বড় পর্দায় আসছে বাংলা সিনেমা কোহিনূর 


Jagannath Bhoumick 
Bengal Times News, 3 November 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বাংলা সিনেমায় এক নতুন মাত্রার ছবি "কোহিনূর" আগামী ১৫ নভেম্বর থেকে বড় পর্দায় আসছে। এটি কোহিনূর নামক হীরাকে ঘিরে ২০৪০ সালের প্রেক্ষাপটে একটি কল্প বিজ্ঞানের গল্প। সৌরভ দাসের পরিচালনায় ওম প্রোডাকশন হাউসের মুভি “কোহিনূর” একটি রোমাঞ্চকর, অ্যাকশন, ভালোবাসা ও নাটকীয়তায় পরিপূর্ণ চলচ্চিত্র। ইতিমধ্যেই ছবির ট্রেলার রিলিজ হয়েছে এবং আইনক্সে সিনেমা শুরুর আগে প্রদর্শিত হচ্ছে। ২ নভেম্বর বর্ধমানের অভিজাত হোটেল সিটি টাওয়ারের ব্যাঙ্কোয়েট হলে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ছবির গল্পকার ও পরিচালক সৌরভ দাস। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক সৌমি দত্ত রায় সহ ছবির মুখ্য চরিত্র বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত। উল্লেখ্য ছবির পরিচালক ও প্রযোজক দুজনেই ছবিতে অভিনয় করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় সহ উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী দলুই সহ অন্যান্য সহকারী অভিনেতা ও অভিনেত্রীরা।

সাংবাদিক সম্মেলনে "কোহিনূর” এর প্রেক্ষাপট সম্পর্কে পরিচালক সৌরভ দাস জানান, কল্প বিজ্ঞানের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে আরভ হলেন OUTLAW নামক একটি প্রাইভেট মিলিটারি সংস্থার ক্যাপ্টেন যিনি জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক ভয়ানক ভয়ানক মিশন জয় করেছেন। ক্যাপ্টেন আরভকে জেনারেল আদিত্য ব্রিটিশ রিসার্চ অর্গানাইসেশনে সংরক্ষিত কোহিনূর হীরার নিরাপত্তার কাজে নিয়োগ করেন।

কিন্তু একটি প্যারালাল ইউনিভার্স থেকে এক শক্তিশালী মেয়ে এসে হীরাটাকে নিয়ে নিজের জগতে চলে যায়। ক্যাপ্টেন তার পিছু পিছু সেই জগতে যায়। এরপর সেই হীরাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ক্যাপ্টেন আরভ আপ্রাণ চেষ্টা করে। সেই জগতের যাবতীয় বাধা বিপত্তির সাথে তার লড়াই ও সেই জগতের বিভিন্ন ভয়ঙ্কর শক্তি দ্বারা তাকে আটকানো সত্ত্বেও হীরাটাকে ফিরিয়ে আনার অদম্য প্রচেষ্টা এবং পরিশেষে সেই হীরাটাকে সে ফিরিয়ে আনতে পারবে কিনা সেই নিয়েই গল্প।

কোহিনূর ছবির সঙ্গীত পরিচালক সৌরভ দাস নিজে। ছবিতে সাতটি গান রয়েছে‌ গানগুলো গেয়েছেন অভিষেক দাস, পূজা মজুমদার ও তপুশ্রী হাজরা। এই ছবির সিনেমাটোগ্রাফার আনমোল হক শাহ। সহ পরিচালনায় রয়েছেন কামরান মল্লিক ও অভিনেত্রী মৌবনী দলুই।

যাইহোক, ছবির প্লট ঘনীভূত হয় যখন জেনারেল আদিত্য এই অন্যজাগতিক রাজ্যে প্রবেশ করেন, এটিকে জয় করার একটি বড় পরিকল্পনা প্রকাশ করে। এই প্রকাশ একটি নৃশংস যুদ্ধ শুরু করে, যা সিনেমার প্রথম অংশের ক্লাইম্যাক্সকে চিহ্নিত করে। 

সব থেকে বড় বিষয় বাংলা সিনেমা কোহিনূর এর সমস্ত শুটিং হয়েছে বর্ধমানে। যা দর্শকদের আকৃষ্ট করবে এমনটাই আশা করেন ছবির প্রযোজক সৌমি দত্ত রায় এবং পরিচালক সৌরভ দাস। দু'ঘন্টার এই ছবি দর্শকদের উপহার দিতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগলো। এই ছবি তৈরি প্রসঙ্গে অভিনেতা রজতাভ দত্ত কি জানালেন শুনুন -


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad