Festival of Lights
আলোর উৎসবে দূষণ সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ
Bengal Times News, 31 October 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : দীপাবলি মানে আলোর উৎসব। তবে বর্তমানে এই আলোর উৎসব পরিণত হয়েছে দূষণের উৎসবে। কারণ বিভিন্ন রকমের আতশবাজি এবং শব্দবাজি থেকে উৎপন্ন বিভিন্ন ক্ষতিকারক গ্যাস এবং শব্দ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। মানুষের শরীরে দেখা দিচ্ছে নানান অসুখ।
তাই আমাদের প্রয়োজন দূষণ বিহীন ভাবে দীপাবলি উদযাপন করা। এই উদ্দেশ্যকেই সামনে রেখে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। গতবারের মতো এবারও ৩০ অক্টোবর বর্ধমানের রাধাবল্লভ জিও মন্দিরে দূষণবিহীন দীপাবলি পালনের উদ্দেশ্যে একটি আল্পনা এবং রঙ্গোলী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান ১৫ জন বিভিন্ন বয়সের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের প্রখ্যাত চিত্রশিল্পী প্রদ্যুৎ কুমার পাল। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীর হাতে আলোর উৎসবে মেতে ওঠার জন্য মাটির প্রদীপ তুলে দেওয়া হয়।পাশাপাশি মাটির প্রদীপের ব্যবহার বাড়াতে এবং মৃৎশিল্পকে তুলে ধরতে এই অনুষ্ঠানের শেষে পথ চলতি বিভিন্ন মানুষের হাতেও কয়েকটি করে মাটির প্রদীপ তুলে দেয়া হয়। এই অভিনব উদ্যোগে প্রতিযোগী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।