Road accident
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসক, মৃত স্ত্রী ও মেয়ে
Bengal Times News, 10 October 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : সপ্তমীতে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন চিকিৎসক, ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী ও মেয়ের। আহত চিকিৎসকের নাম কিশলয় বিকাশ নায়েক। দুর্ঘটনায় মৃত তাঁর স্ত্রী রাজশ্রী নায়েক (৪৭) ও মেয়ে অদ্রিলা নায়েক(১৩)। ডাঃ কিশলয় বিকাশ নায়েক কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের শিশু চিকিৎসক।
বৃহস্পতিবার তিনি সপরিবারে কলকাতা থেকে বর্ধমানে আসছিলেন। বর্ধমানের পুলিশ লাইনে ডাক্তারবাবুর শ্বশুরবাড়ি। সপ্তমীর দুপুরে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে এখানেই আসছিলেন। কিন্তু বর্ধমানে ঢোকার আগে শক্তিগড়ের আমড়ায় দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসকের চারচাকা গাড়ি। ডাঃ কিশলয় বিকাশ নায়েক নিজেই কলকাতা থেকে গাড়ি চালিয়ে বর্ধমানে আসছিলেন। আমড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই তাঁর স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার পুলিশ। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এনে ভর্তি করে। জানা যায়, ডাঃ কিশলয় বিকাশ নায়েক বর্তমানে তিনি কলকাতায় থাকেন। তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায়।