পূর্ব বর্ধমান জেলার ১২ টি পুজো বিশ্ব বাংলা শারদ সম্মান শিরোপায় ভূষিত
Bengal Times News, 9 October 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রতি বছরের মতো এবছরও 'বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রদান করা হলো।। পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স রুমে দুর্গা পুজোর সেরা সম্মান 'বিশ্ব বাংলা শারদ সম্মান’ আজ প্রদান করা হলো। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এই পুরস্কার দেওয়া হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান সদর মহকুমা শাসক উত্তর তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান সদর মহকুমা শাসক দক্ষিণ বুদ্ধদেব পান, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা যুব আধিকারিক, বর্ধমান আঞ্চলিক পরিবহণ আধিকারিক গোবিন্দ নন্দী এবং পুরস্কার প্রাপক পুজো কমিটিগুলির কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।
জেলার পুজো কমিটিগুলো থেকে বিচারকদের মাধ্যমে বাছাই করে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪' প্রদান করা হয়।
৯ অক্টোবর বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে এবছর সেরা পুজো বিভাগে পুরস্কার পেয়েছে বর্ধমান উত্তর মহকুমার বাজেপ্রতাপপুর রেলওয়ে ট্রাফিক কলোনী বারোয়ারী দূর্গাপূজা কমিটি, সবুজ সংঘ এবং আলমগঞ্জ বারোয়ারী। সেরা প্রতিমা বিভাগে পুরস্কার পেয়েছে কালনা বর্ধমানের লালটু স্মৃতি সংঘ, ২ নং শাঁখারীপুকুর সর্বজনীন দুর্গা পূজা এবং তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। সেরা বর্ধমানের সর্বমিলন সংঘ, ধাত্রীগ্রাম সম্প্রীতি এবং জাজিগ্রাম নবোদয় সংঘ। এছাড়া সেরা সমাজ সচেতনতা বিভাগে বর্ধমান উত্তর মহকুমার বড়শুলের অন্নদাপল্লী সর্বজনীন দুর্গা পূজা কমিটি, কাটোয়ার ননাগড় সবুজ সংঘ এবং মেমারি সারদা পল্লী অরবিন্দ পল্লী রিক্রিয়েশন ক্লাব।
পূর্ব বর্ধমানের জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল জানান, এবার জেলায় মোট বারোটি পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত হয়েছে। তিনি জানান, সেরা পুজো প্রত্যেকে ৫০,০০০ টাকা / সেরা মণ্ডপ ৩০,০০০টাকা/সেরা প্রতিমা ২০,০০০ টাকা ও সেরা সমাজ সচেতন ২০,০০০ টাকা করে প্রত্যেক জয়ী পুজো সংস্থাকে দেওয়া হবে।