Actor Prasenjit at Hazra Park
কলকাতার হাজরা পার্কে মহাষ্টমীর অঞ্জলী পুজোয় অভিনেতা প্রসেনজিৎ
Bengal Times News, 11 October 2024
জগন্নাথ ভৌমিক, কলকাতা : কলকাতার হাজরা পার্ক দুর্গাপুজো এবার ৮২ তম বর্ষ উদযাপন করছে থিম “শুদ্ধি”- র মাধ্যমে, যার অর্থ শুদ্ধিকরণ। এই উদযাপনের মূলে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম যা একটি ছোট উদ্যোগ থেকে শুরু করে শহর জুড়ে ভক্তদের আকৃষ্ট করে একটি বিশাল অনুষ্ঠানে পরিণত হয়েছে।
আজ মহাষ্টমীতে হাজরা পার্ক দুর্গাপুজোয় এসে উপস্থিত হন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। তিনি সকলের সঙ্গে অষ্টমীর পুজোয় অংশ নিয়ে সকলের সঙ্গে পুষ্পাঞ্জলি দেন। ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী শোভানদেব চট্টোপাধ্যায়।
হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ান দেব চ্যাটার্জী জানান, হাজরা পার্ক দুর্গোৎসব ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (কেএমসি) দলিত কর্মচারীদের দ্বারা একটি ছোট আকারের উদ্যোগ হিসাবে এই পুজো শুরু হয়েছিল। ঐতিহ্যবাদীদের বিরোধিতার সম্মুখীন হওয়া সত্ত্বেও, আয়োজকরা অধ্যবসায়ী ছিলেন, শেষপর্যন্ত সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসাবে পুজোটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। হাজরা পার্কের দুর্গাপুজো এমন কিছু করার সাহস করেছিল যা ৮২ বছর আগে যখন এই পুজো শুরু হয়েছিল তা অসম্ভব বলে মনে হয়েছিল। সেই সময়ে কলকাতায় প্রচলিত বর্ণ-ভিত্তিক বৈষম্যকে চ্যালেঞ্জ করার একটি উপায় হিসেবে পুজোকে কল্পনা করা হয়েছিল। দলিত বা অস্পৃশ্য, যাদের শহরের নর্দমা পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ঐতিহ্যগতভাবে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়েছিল। হাজরা পার্কের দুর্গাপুজো এই নিপীড়নমূলক রীতিকে চ্যালেঞ্জ করে, প্রান্তিকদের উপাসনা ও উদযাপনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। আজ এই পুজো কলকাতায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।