Mega Clothes Distribution
শারদ উৎসব : জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে মেগা বস্ত্র প্রদান অনুষ্ঠান
Bengal Times News, 5 October 2024
অতনু হাজরা, জামালপুর : শারদ উৎসব উপলক্ষে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে জামালপুর বাসস্ট্যান্ডে এক বিরাট বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ১৩ টি অঞ্চলের ৩০০০ মানুষের হাতে আজ নতুন বস্ত্র হিসাবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ ডাঃ শর্মিলা সরকার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক অলক কুমার মাঝি, জেলার বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব তৃণমূলের সভাপতি রাস বিহারী হালদার, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, সি আই বিশ্বজিৎ মন্ডল, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, জনকল্যাণ কমিটির সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা সহ অন্যান্যরা।
প্রবল দুর্যোগ উপেক্ষা করে প্রচুর সংখ্যায় মানুষ এসে এই উপহার গ্রহণ করেন। উপস্থিত সকল অতিথিরা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পূজোর আগে এত বড় বস্ত্র উপহার অনুষ্ঠান করার জন্য মেহেমুদ খানের ভুয়সী প্রশংসা করেন। মেহেমুদ খান বলেন পুজোর আগে এই পুজোর মরশুমে কিছু মানুষকে এই উপহার তুলে দিতে পেরে তিনি খুব খুশি।