Death in road accident
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু
Bengal Times News, 4 October 2024
অতনু হাজরা, জামালপুর : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ২ জনের। পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার ঘটনা। জানা যায়, মৃত দুজন সম্পর্কে বাবা ও ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা যায়, বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জামালপুর থানার অন্তর্গত আঝাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাবা ইসমাইল মন্ডল এর বয়স ৪৫ বছর এবং ছেলে আরশাদ মন্ডল এর বয়স ২০ বছর। মৃতদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায়। মোটরসাইকেলটি মেমারির দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ছুটে আসে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর পুলিশ ফাঁড়ি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় হয়।