Durga Puja
দর্শকদের আকৃষ্ট করতে দুর্গাপুজোয় ভাবনার বাহার, কোথায় কেমন এক ঝলকে
Bengal Times News, 6 October 2024
জয়তী ভৌমিক, বর্ধমান : দুর্গা পুজো মানেই ভাবনার চমক। সেই ভাবনায় বা থিমের দৌড়ে বিগ বাজেট থেকে মাঝারি বা ছোট অনেকেই সামিল। দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রত্যেকেই তৈরি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বেশ কিছু পুজো সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করেছেন। এছাড়া ভার্চুয়ালিও উদ্বোধন করেছেন। এখন পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রায় ৫০০ টি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শহর বর্ধমান সহ জেলা পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী দুই পর্যায়ে ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল জানান, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার ১৫ টি দুর্গা পুজোর উদ্বোধন করবেন।
এখন এক ঝলকে পড়ে নিতে পারেন থিমের পুজো কোথায় কেমন ?
সর্বমিলন সংঘ
মাতা বৈষ্ণবদেবী।
ইছলাবাদ কিরণ সংঘ
রাম মন্দির।
বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনী বারোয়ারী দুর্গাপূজা কমিটি
দ্বারকা নগরী।
আলমগঞ্জ বারোয়ারি
বাঙালিনী।
লাল্টু স্মৃতি সংঘ
শীষ মহল।
কেশবগঞ্জ বারোয়ারী
বুদ্ধং শরণং গচ্ছামি।
বিবেকানন্দ সেবক সংঘ
ঐশ্বরিক।
সবুজ সংঘ
আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির।
শ্যামলাল সার্বজনীন দুর্গাপূজা কমিটি
ডিজনিল্যান্ড।
পদ্মশ্রী সংঘ
হংস পাখায় মা উমা।
জোড়ামন্দির পূজা মন্দির
শিবালয়।
পারবীরহাটা নিবেদিতা সংঘ
প্যারিসের ডিজনিল্যান্ড।
তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ
করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রনা।
লক্ষীপুর মাঠ সার্বজনীন দুর্গাপুজা
মুক্তির পথ।
ঘোড়দৌড় চটী সার্বজনীন
সৃষ্টি সুখের উল্লাসে।
চৌরঙ্গী ক্লাব
মহাকাল।
বড়নীলপুর ফ্রেন্ডস্ ক্লাব
বাবুই পাখির বাসা।
ময়ূরমহল মাতৃ সংঘ
সহস্র জ্যোতি।
বড়শুল অন্নদাপল্লী সর্বজনীন দুর্গা পূজা
মূর্তি।
বড়শুল ইয়ং মেন্স এ্যাসোসিয়েশন
আমি বৃহন্নলা, আমি অর্ধনারীশ্বর।
বড়শুল জাগরণী
কেউ বলে না তাহাদের কথা।
সুভাষ অ্যাথলেটিক ক্লাব
মুক্তকেশী।
রেনেসাঁ উদয়ন কালচারাল অ্যাসোসিয়েশন
বিশ্ব উষ্ণায়ণ।
পাড়াপুকুর পূজো কমিটি
পাহাড়ের কোলে বদ্রীনাথ।
খালুইবিল মাঠ
স্বপ্নের উড়ান।
ন্যাচারাল সিটি পূজা কমিটি
হারানো শৈশব ও মুক্তির কলরব।
গ্রীন ন্যাচারাল সিটি
কেদারে অসুর বধ।
বুড়িরবাগান সর্বজনীন দুর্গাপূজা কমিটি
স্ট্যাচু অব লিবার্টি।
নেতাজি সংঘ
রাশিচক্র।
ভদ্রপল্লী সার্ব্বজনীন (কালনাগেট)
দুর্গেশালয়।
নজরুলপল্লী বারোয়ারী দুর্গাপূজা কমিটি
সাবেকিয়ানা, বাঙালিয়ানা।
শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব
ওয়ান্ডার ল্যান্ড।
আনন্দপল্লী মিলন সমিতি
ফিরিয়ে দাও সেই অরণ্য।
ইছলাবাদ ইয়ুথ ক্লাব
রূপান্তর।
নারকেল বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি
সবুজায়ন তোমাদের মুক্তি।
খড়গেশ্বর পল্লী উন্নয়ন সমিতি
ফুচকাওয়ালা।
গ্রীনপার্ক সার্ব্বজনীন দুর্গাপূজা কমিটি
মা আসছেন।
বাহির সর্বমঙ্গলা নজরুলপল্লী
অকাল বন্ধন।
বোরহাট সার্ব্বজনীন দুর্গাপুজা
আরাধনা
বাহির সর্ব্বমঙ্গলাপাড়া
কেদারনাথ।
গোলাহাট
ভিরানা।
শহীদ নিবাস স্মৃতি সংঘ
একাল সেকাল।
বাদামতলা
তমসো মা জ্যোতির্গময়।
জাগরণী সংঘ (আমবাগান)
মাটির ঘরে মা।
নীতু স্মৃতি সংঘ
মায়ের আসন আমাদের আবাসন।
বড়নীলপুর মিলন সংঘ
ছত্রাকের দেশ অ্যাগারিকাস।
সৃজন সমিতি (কালনা গেট)
মা আসছেন।
শারদাঞ্জলী সার্বজনীন (মেমারী)
স্বপ্ন দৃষ্টি।