Good news for railway passengers
দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং নিয়ে বড় খবর
Bengal Times News, 17 October 2024
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং নিয়ে বড় খবর দিল নতুন দিল্লি থেকে রেল মন্ত্রক। আগামী নভেম্বর মাসের শুরু থেকেই ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করা যাবে। রেল মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এবিষয়ে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দূরপাল্লার ট্রেনের টিকিটের জন্য অগ্রিম সংরক্ষণের সময়সীমা ৬০ দিন করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১ নভেম্বর ২০২৪ থেকে ট্রেনে অগ্রিম সংরক্ষণের বর্তমান সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হবে (যাত্রার তারিখ বাদ ধরে)। তবে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিনের ARP-এর অধীনে করা সমস্ত বুকিং একই থাকবে। নভেম্বর থেকে করা বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে।
এতদিন ধরে ১২০ দিনে "কবে রিজারভেশন হবে" এই নিয়ে মানুষের মনে একটি বিভ্রান্তি বা কনফিউশন থাকত, কিন্তু ভারতীয় রেল সেই কনফিউশন দূর করে ১২০ দিনের পরিবর্তে এবার ৬০ দিনে রিজারভেশন চালু করেছে যা যাত্রীদের জন্য একটি সুসংবাদ। এমন অনেক যাত্রী রয়েছেন যারা বেশ কিছু সীমাবদ্ধতার কারণে তাদের যাত্রার অনেক আগে পরিকল্পনা করতে অসুবিধা বোধ করেন। যাত্রীসুবিধায় রেলওয়ে ট্রেন যাত্রার জন্য অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ড (এআরপি) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করেছে।
আরও জানানো হয়েছে তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস ইত্যাদির মতো নির্দিষ্ট দিনের সময়ের এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না যেখানে অগ্রিম সংরক্ষণের জন্য কম সময়সীমা বর্তমানে কার্যকর রয়েছে।
এ ছাড়াও বিদেশি পর্যটকদের জন্য বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মতো আন্তর্জাতিক ট্রেনে বিদেশি পর্যটকদের ৩৬৫ দিনের বুকিংয়ের সময়সীমার ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
টিকিট বুকিং সহজ করতে এবং সবাই যাতে টিকিট পেতে পারেন, তার জন্য রেলওয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা বেআইনিভাবে টিকিট কাটে তাদের বিরুদ্ধেও রেল অভিযান চালায়। রেলওয়ের লক্ষ্য হল, যাত্রীদের সহজে সুবিধা প্রদান করা।