By-election বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যুযুধান দুই দলের প্রার্থী কারা এক নজরে দেখে নিন
Bengal Times News, 20 October 2024
অভিরূপ আচার্য, কলকাতা : মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনের সঙ্গে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। লোকসভা ভোটের পর থেকে বিধায়কশূন্য রয়েছে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্র। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাইয়ে এখন বিধায়ক নেই। এই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রধান দুই যুযুধান দল ময়দানে নেমে পড়েছে। রবিবার এই ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, ২০২১ এ বিধানসভা নির্বাচনে এই ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রই শাসক-শিবিরের দখলে ছিল। একমাত্র মাদারিহাট কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে। এই উপনির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেই শুরু হয়েছে জোর চর্চা।
এই উপনির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন সনৎ দে। ওই একই জেলার আরও এক বিধানসভা কেন্দ্র হাড়োয়া থেকে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য প্রয়াত সাংসদ হাজি নুরুলের ছেলে রবিউল ইসলাম। উল্লেখ্য, উত্তর ২৪ পরগণার নৈহাটি কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন রূপক মিত্র। এছাড়াও এই একই জেলার হাড়োয়া থেকে বিজেপির প্রার্থী নির্বাচিত হয়েছেন বিমল দাস।
মেদিনীপুর কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের বাজি শুভজিৎ রায়।
বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন ফাল্গুনি সিংহবাবু। এই একই কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন অনন্য রায় চক্রবর্তী।
আলিপুরদুয়ার জেলা মাদারিহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জয়প্রকাশ টোপ্পো। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নির্বাচিত হয়েছেন রাহুল লোহার।
কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক কুমার রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি এখান থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।