ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৮
Bengal Times News, 16 October 2024
সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরও ৮ জন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ ব্লকের কালেখাতলা ১ নং গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকার ঘটনা। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, সিমেন্ট বোঝাই লরির সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সিমেন্ট বোঝাই লরির চালক ও খালাসি দুজনের মৃত্যু হয়েছে। গ্যাস কাটার দিয়ে কেটে লরির ভিতরে থাকা দুজনকে উদ্ধার করা হয়। দুজনকেই পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী। চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খাদে নেমে গিয়ে একটি তালগাছে ধাক্কা মারে। ওই সময়ে রাস্তা দিয়ে যাবার সময় একটি মোটর সাইকেলে থাকা আরোহীরাও দুর্ঘটনায় গুরুতর জখম হয়। সব মিলিয়ে ৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় সিমেন্ট বোঝাই লরিটি এসটিকেকে রাজ্য সড়ক ধরে কাটোয়ার দিক থেকে পারুলিয়ার দিকে যাবার সময় উল্টো দিক থেকে আসা চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।