E-waste collection
ই-বর্জ্য সংগ্রহ অভিযানে সাড়া ফেলেছে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন
Bengal Times News, 29 October 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : উৎসবের মরশুমে অনেকেই নতুন জিনিষ কেনাকাটি করেন, পুজোর মরশুমে অনলাইন হোক বা স্থানীয় দোকানে বিভিন্ন প্রকার ছাড়ের সুযোগে গাড়ি কিংবা সোনা-রুপোর মতন মোবাইল, টিভি, ফ্রিজ সহ নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিন সরঞ্জাম কেনার চল বেড়েছে। প্রাক দীপাবলিতে অনেকেই ঘরের বর্জ্য পরিস্কার করেন, পুরোনো যেগুলি বদল হয় তা বিনিময় হয়ে যায়। কিন্তু যে গুলির সে সুযোগ নেই তা ঘরের কোণে জমে থাকে। এই ই-বর্জ্য সংগ্রহে সম্প্রতি পনেরো দিন ব্যাপি অভিযান চালায় স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন। সমাজমাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচারে জেলার বিভিন্ন প্রান্তের গৃহস্থ বাড়ি ও প্রতিষ্ঠান থেকে মিলেছে প্রায় দুই টন ওজনের ই-বর্জ্য।
সংস্থার তরফে এমনটাই দাবী করেন সন্দীপন সরকার, তিনি আরও জানান, এই ই-বর্জ্য গুলি থেকে পুনর্ব্যবহারযোগ্য ধাতু ও প্লাস্টিক নিষ্কাষণের জন্য পরিবেশবান্ধব প্রক্রিয়াকরণ করা হচ্ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত একটি বেসরকারী সংস্থাকে দিয়ে কাজ চলছে। এই অভিযানে ই-বর্জ্য জমা করা আকাশ খান্ডেলওয়াল, রণজিৎ দত্ত, নাসিমুল হকরা বলেন- হেডফোন, মোবাইল চার্জার, কী বোর্ডের মতন বহু জিনিষ আছে যা বিনিময় হয়না, সেগুলি এখানে জমা করেছি, মিলেছে যথাযথ দামের উপহার ও শংসাপত্র।