Bahula Ashtami
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই রাধা কুন্ডের পুণ্য স্নানে হাজারও পূর্ণার্থীর ঢল
Bengal Times News, 25 October 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই রাধা কুন্ডের পুণ্য স্নানে হাজারও পূর্ণার্থীর ঢল নামলো তীর্থভূমি নবদ্বীপের রানীরঘাট সহ গঙ্গার একাধিক ঘাটে। বৃহস্পতিবার ভোর রাত থেকে বহুলা অষ্টমী তিথি উপলক্ষে তীর্থভূমি নবদ্বীপ ধাম ও মন্দির নগরী মায়াপুরে রাধা কুন্ডের পুণ্য স্নান করতে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন হাজার হাজার পূর্ণার্থী।
অপরদিকে রাধা কুন্ডের পুণ্য স্নানে আসা ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রানীরঘাট সহ প্রতিটি গঙ্গার ঘাটে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, স্প্রিড বোট সহ দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা স্নান যাত্রীদের জন্য পৌর প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যশিবির সহ সমস্ত ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে রাধা কুন্ডের স্নান পর্ব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য নবদ্বীপের অন্যতম রানীরঘাট সহ প্রতিটি গঙ্গার ঘাট পরিদর্শন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি (ডিএন্ডটি) ও নবদ্বীপ থানার আই সি জলেশ্বর তিওয়ারি।
উল্লেখ্য আজ থেকে প্রায় বছর দশেক আগে তীর্থভূমি নবদ্বীপে শুরু হয়েছিল বৃন্দাবনের মতো বহুলা অষ্টমী তিথি উপলক্ষে রানী রাসমণি স্মৃতি বিজড়িত রানীর ঘাট সহ প্রতিটি গঙ্গার ঘাটে রাধা কুন্ডের স্নান। যা আজ সকাল পর্যন্ত অব্যাহত।