Durgotsab
দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমে মন্ত্রী স্বপন দেবনাথ এর দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Bengal Times News, 6 October 2024
অভিরূপ আচার্য : আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার ১৫ টি পূজামণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন। উল্লেখ্য প্রথম পর্যায়ে ২ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পূর্ব বর্ধমান জেলার ১৬ টি দুর্গা পুজোর উদ্বোধন করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে ৪ অক্টোবর ১৪ টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আজ পূর্ব বর্ধমান জেলার আরও ১৫ টি দুর্গা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর মধ্যে উল্লেখযোগ্য নাদনঘাট থানার অন্তর্গত দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম এর দুর্গা পুজো। এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে স্বপন দেবনাথ নিজে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলি ১ ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, এসডিও শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ কুমার চৌধুরী, বিডিও সঞ্জয় সেনাপতি, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনাথ ও বৃদ্ধাশ্রমে ১৯ জন বাচ্চা সহ মোট ২৫ জন আবাসিক আছেন।আজ এখানে কচিকাঁচা অনাথ শিশুদের কণ্ঠে ধ্বনিত হয় আগমনী গান। সাঁওতালি ও আদিবাসী নৃত্যের তালে তালে জমজমাট হয়ে ওঠে পুজো প্রাঙ্গন। মন্ত্রী স্বপন দেবনাথ পুজোর কটা দিন এই অনাথ আশ্রমে বাচ্চাদের সাথেই পূজো কাটান। প্রতিদিনই নরনারায়ন সেবা এবং নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাজানো থাকবে পূজোর দিন গুলো।
এদিন জামালপুর ব্লকের কালেরা বাজার ব্যবসায়ী সমিতির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে মণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং সহ কালেরা বাজার ব্যবসায়ী সমিতির প্রণব মন্ডল সহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও এদিন শহর বর্ধমানে ঘোড়দৌড় চটি সর্বজনীন দূর্গাপূজা কমিটির পুজো, বড়নীলপুর আমবাগান জাগরনী সংঘ, গলসী সারদা অর্ঘ্য দূর্গাপূজা কমিটি, বুদবুদের রায়পুর চৌমাথা সার্বজনীন দূর্গাপূজা কমিটি, ভাতারের অগ্রগামী সংঘ, দেওয়ানদিঘী থানার অন্তর্গত জগদাবাদ পাবলিক লাইব্রেরী দূর্গাপূজা কমিটি, মেমারি পুরাতন পোষ্ট অফিস পাড়া রাজ সংঘ দূর্গাপূজা কমিটি, রায়নার সেহারা বাজার সৌহার্দ্য দূর্গাপূজা কমিটি, কালনা বেলাশেষে (আব্দুস সাত্তার সমাজ কল্যান কেন্দ্র), ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড়ে ধাত্রীগ্রাম সম্প্রীতি, পূর্বস্থলী থানার অন্তর্গত দক্ষিণ পারুলিয়া সর্বজনীন দূর্গাপূজা কমিটি, নাদনঘাট দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম, কাটোয়ার পানুহাটে একাই হাট গ্রাম পূজা কমিটি, কেতুগ্রামে কান্দ্রা বাজার পাড়া সার্বজনীন দুর্গোৎসব।