Hilsa fish in Damodar
দামোদর নদে মিললো ইলিশ, মাছ দেখতে মানুষের ভিড়
Bengal Times News, 4 October 2024
অতনু হাজরা, জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদে মিললো ১ কেজির বেশি ওজনের ইলিশ মাছ। কোনও গল্প কথা নয়। গতকাল রাতে এই মাছ জেলের জালে ধরা পড়েছে।
আজ সকালে জামালপুরে প্রভাত পাত্রের মাছের আড়তে নিয়ে আসা হলে সেই মাছ দেখে হুলুস্থুল পড়ে যায়। সেই মাছটি নিলামে তুললে ২১০০ টাকায় বিক্রি হয়। এবিষয়ে আমরা জামালপুর ব্লকের মৎস্য আধিকারিক অর্ণব কৈঠা আমাদের জানান,
ইলিশ মাছ মূলত এই সময় ডিম পাড়ার জন্য স্বাদু জলে অর্থাৎ নদীতে চলে আসে। সেই ভাবেই এই ইলিশ মাছ দামোদরের চলে এসেছে কারণ দামোদর নদ যেহেতু ভাগীরথী হুগলী নদীতে মিশেছে তাই এখানে এই ইলিশ মাছ চলে এসেছে। তবে তিনি আমাদের এটাও জানান ইলিশ মাছ সাধারণত ঝাঁকে ঝাঁকে অর্থাৎ একসঙ্গে অনেক সংখ্যায় থাকে তাই দামোদরের আরো ইলিশ মাছ ধরা পড়ার সম্ভবনা আছে। এলাকার বয়স্ক মানুষরা জানান, ১৫ থেকে ২০ বছর আগে বা তারও আগে দামোদরে ইলিশ পাওয়া যেতো। আবার ইলিশ মাছ পাওয়া গেছে শুনে সকলেই বেশ উৎসাহিত হয়ে উঠেছেন।