কলকাতা থেকে সারা রাজ্য জুড়ে দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Bengal Times News, 2 October 2024
অতনু হাজরা, কলকাতা ও পূর্ব বর্ধমান : চেতলা অগ্রণী সংঘের পুজো উদ্বোধন করে সেখান থেকেই সারা রাজ্যের ৩২০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১৬ টি পুজো উদ্বোধন করেন তিনি।
জেলার ১৬ টি পুজোর মধ্যে রয়েছে শহর বর্ধমানের আমলগঞ্জ বারোয়ারী পূজা, লাল্টু স্মৃতি সংঘ, পদ্মশ্রী সংঘ, রেলওয়ে কলোনি দুর্গাপূজা কমিটি, সবুজ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ২নং শাঁখারি পুকুর বিবেকানন্দ পূজা কমিটি, পারবীরহাটা নিবেদিতা সংঘ, বড়নীলপুর চৌরঙ্গী ক্লাব দুর্গাপূজা কমিটি, মেমারি সেনপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গামাতা এবং কালীমাতা পূজা কমিটি, জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাব, খণ্ডঘোষ ভট্টাচার্যপাড়া হংসরাজ ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটি, খণ্ডঘোষ সেনপাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব, নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি, কাটোয়ার জাজিগ্রাম নবোদয় সংঘ, ননাগড় সবুজ সংঘ পূজা কমিটি, কেতুগ্রামের উদ্ধারণপুর পুরাতন বাসস্ট্যান্ড পূজা কমিটি।
এদিন মুখ্যমন্ত্রী জামালপুর ব্লকের নেতাজী অ্যাথলেটিক ক্লাবের পুজো ভার্চুয়াল উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে নেতাজী ক্লাবের পূজামণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, ক্লাবের সভাপতি আসগর আলী মল্লিক, সহ সভাপতি ত্রম্বোক সেনগুপ্ত, সম্পাদক শুভেন্দু পাল সহ অন্যান্যরা। যখনই জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাবের নাম ঘোষণা করা হয় সাথে সাথেই ক্লাবের সদস্যরা উল্লাসে ফেটে পড়ে। ঢাকের বাদ্য বাজতে শুরু করে। মুখ্যমন্ত্রী জামালপুরের মত একটি ক্লাবের অর্থাৎ তাদের ক্লাবের পুজো উদ্বোধন করেছেন এতে স্বভাবতই খুশী নেতাজী ক্লাবের সকল কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা।