মন্তেশ্বরের কালুই গ্রামে বিনামূল্যে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির ও ফুটবল প্রতিযোগিতা ঘিরে বিপুল উদ্দীপনা
Bengal Times News, 2 October 2024
লুতুব আলি, মন্তেশ্বর : শারদীয়া উৎসবের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কালুই গ্রামের তিন কন্যা পার্কে অনুষ্ঠিত হল বিনামূল্যে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। মন্তেশ্বর মালডাঙ্গার ভূমিপুত্র তথা মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জী এই অনুষ্ঠানের আয়োজন করেন। এদিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি অ্যান্ড অবজারভার, পূর্ব বর্ধমান জোন, বঙ্গীয় সংখ্যা লঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি দেওয়ান আনিস, স্থানীয় শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণে অসিত কুমার চ্যাটার্জী বলেন, দারিদ্র সীমার নিচে বসবাস করার অভিজ্ঞতা আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজের কাছে দায়বদ্ধ আমি। তাই বিগত চার দশক ধরে দুস্থ মানুষদের সেবা করে আসছি। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, অসিত কুমার চ্যাটার্জী একজন স্বনামধন্য সমাজসেবী। নীরবে, নিভৃতে তিনি সমাজসেবা করে চলেছেন। একজন ফুটবলপ্রেমী মানুষ, পূর্ব বর্ধমানের ভূমিপুত্র অসিতবাবু আমাদের গর্বের মানুষ। উল্লেখ্য অসিত কুমার চ্যাটার্জী পূর্ব বর্ধমান, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় সমাজ সেবার প্রয়াস অব্যাহত রেখেছেন। প্রতিবছরই দুর্গাপুজোর প্রাক্কালে অসিত বাবু এলাকার শত শত দুস্থ মানুষদের বিনামূল্যে নতুন বস্ত্র তুলে দেন। এবারও তার ব্যতিক্রম ছিল না। দুস্থ মানুষেরা দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র পেয়ে অসিত বাবুর প্রতি দুহাত তুলে আশীর্বাদ করেন।
এদিনের অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল রক্তদান শিবির, এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। তিন কন্যা পার্কে এদিন তিন দফায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্ত সংগ্রহ করে কাটোয়া, বর্ধমান এবং কলকাতার রুবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। এদিন শয়ে শয়ে মানুষ রক্ত দিতে এসেছিলেন। পাশাপাশি তিনটি রক্তদান শিবিরে শত শত মানুষ রক্ত দেন। রক্ত সংগ্রহ করতে এসে বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা হতবাক হয়ে যান যে, রক্ত দিতে এসে মানুষ ফিরে যান। রক্ত সংগ্রাহকদের রক্ত সংগ্রহ করতে হিমশিম খেতে হয়। এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্লাব গুলি অংশগ্রহণ করে।
১৬ দলকে নিয়ে এদিনের ফুটবল প্রতিযোগিতা হয়। ফাইনালে ওঠে সরগ্রাম গ্রাম পঞ্চায়েত বনাম মন্ডল এন্টারপ্রাইজ শুসনা। দুর্গাপুজোর নবমীতে এই দুটি দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দুপুরের মধ্যাহ্নভোজে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ দিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মালেক শেখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট লোকশিল্পী, সঞ্চালক রফিকুল ইসলাম খান।