Good news for the farmers of Bengal
কৃষকদের জন্য সুখবর দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Bengal Times News, 30 September 2024
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : বাংলার কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবর দিলেন। খরিফ মরশুম ২০২৪ এর জন্য বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় করার ব্যবস্থা করে দিয়েছেন। বীমার প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। সব থেকে বড় বিষয় চলতি খরিফ ২০২৪ মরশুমে ধান-র জন্য বিমা করার সময়সীমা ৩১ শেষ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিলেন।
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষকরা ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাঙ্ক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথি-সহ ব্লকের সহ-কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জমা করতে পারবেন। এর জন্য কৃষকের সুবিধার্থে গ্রামপঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ব্লক/গ্রামপঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি, ভূমিধ্বস, বন্যা, জলজমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবে। কৃষকদের বিপর্যয়ে রক্ষাকবচ বাংলা শস্য বিমা। নেই কোনও খরচ। বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহ-কৃষি অধিকর্তার কার্যালয়ে। বিনামূল্যে সরকারি পরিষেবা পেতে বাংলা সহায়তা কেন্দ্রে অথবা লগ ইন করুন www.bsk.wb.gov.in