Vidyasagar National Teacher Award
বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ সুভাষ চন্দ্র দত্ত
Sangbad Prabhati, 26 September 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা পক্ষ ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিনে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্তকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করল। বাংলা পক্ষের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অসিত সাহা জানান, এই পুরস্কার তুলে দিতে পেরে তাঁরা গর্বিত। তিনি প্রসঙ্গক্রমে জানান যে, বর্ধমানের প্যারিচাঁদ মিত্র লেন এলাকার একটি বাড়িতে বসে ঈশ্বরচন্দ্র বর্ণপরিচয় লেখেন। শুধু তাই না, এই বই যাতে প্রকাশকরা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ঘটনা উল্লেখ করে বলেন যে, বড় হয়ে চাকরির জন্য অনর্থক সময় নষ্ট না করে তোমরা ব্যবসার কথা ভাবতে পারো, এই পথ বিদ্যাসাগরই দেখিয়ে গেছেন।
সম্মানিত প্রধানশিক্ষক ড. দত্ত তাঁর ভাষণে বাংলা পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদ্যাসাগরের পূর্বপুরুষদের চরিত্র উল্লেখ করে বলেন যে, ঠাকুরদাদা ঠাকুমা বাবা মা এঁদের দৃঢ় মনোভাবসম্পন্ন গুণাবলী বিদ্যাসাগরকে বিদ্যাসাগর হতে সাহায্য করেছে।
বিশেষ অতিথি আনন্দবাজারের চিত্র সাংবাদিক তথা কবি উদিত সিংহ আজকের অস্থির সমাজের প্রেক্ষাপটে বিদ্যাসাগর কী করতে পারতেন তার ওপর আলোচনা করেন। বলেন, বিদ্যাসাগর একটি সময়পরিধিতে সীমাবদ্ধ নন। সর্বকালে তাঁর উপযোগিতা থেকে যাবে।
আজ বাংলা পক্ষ এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষকশিক্ষিকা এবং শিক্ষাকর্মীকেও সংবর্ধিত করে। শিক্ষিকা স্বাগতা আঢ্য জানান, এই সম্মান আমাদের সকলের খুব ভাল লেগেছে।
শিক্ষক বাসুদেব মণ্ডল বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণের সাক্ষাতের ঘটনাটি বলেন। সঞ্চালক সামিম মণ্ডল বলেন, প্রধানশিক্ষক ড. দত্ত রাষ্ট্রপতি পুরস্কার, শিক্ষারত্ন, মারকুইস লাইফটাইম অ্যাচিভমেন্ট, আন্তর্জাতিক বিজ্ঞানে শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার, বায়োডায়ভার্সিটি এক্সেলেন্স ইত্যাদি বহুবিধ সম্মানে ইতিমধ্যে সম্মানিত। আজকের পুরস্কার এই চিরতরুণ শিক্ষক-গবেষকের মুকুটে আরও একটি নতুন পালক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে মধুমিতা, অরিজিৎ, ইন্দু, পূর্বারা নাচ আবৃত্তি গানে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানায়।