New DM
পূর্ব বর্ধমানে জেলা শাসক পদে আসছেন আয়েশা রাণী এ
Bengal Times News, 25 September 2024
বেঙ্গল টাইমস নিউজ : রাজ্যের প্রশাসনিক পদে বেশকিছু রদবদল হলো। এই রদবদলে পূর্ব বর্ধমানের জেলাশাসককেও বদলি করা হয়েছে। তার স্থলাভিসিক্ত হয়েছেন আয়েশা রানী এ। ইতিপূর্বে তিনি মেদিনীপুর বিভাগের বিভাগীয় কমিশনার পদের দায়িত্বে ছিলেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলা শাসক কে রাধিকা আইয়ার কে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার মহকুমা শাসক প্রতীক সিং-কে (আই এ এস) পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক পদের দায়িত্বে বদলি করা হয়েছে। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জী-কে (আই এ এস) পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক পদের দায়িত্বে বদলি করা হয়েছে। আবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক সানা আক্তার কে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি পদের দায়িত্বে বদলি করা হয়েছে।
এছাড়াও কাটোয়া মহকুমা শাসক পদে আসছেন অহিনসা জৈন (আইএএস)।