SBI Officer's Association
স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের মানবিক কর্মসূচি
Bengal Times News, 1 September 2024
সুফিয়া খাতুন, মেমারি : সপ্তাহের প্রতিটি দিন ব্যাঙ্কের টাকা পয়সার লেনদেন ও হিসেব নিকেষ নিয়ে চূড়ান্ত ব্যস্ততার মাঝে দিন কাটানোর পর রবিবার ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে কিছু করার মানষিকতা নিয়ে যাঁরা এগিয়ে চলেন সেই রকম কিছু হৃদয়বান মানুষ রয়েছেন স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায়। আজ ১ সেপ্টেম্বর সংগঠনের মেমারী RACC সংযুক্ত ইউনিট একটি মানবিক উদ্যোগে সামিল হয়েছিল। দেবীপুর রেল স্টেশনের নিকট পুন্যগ্রাম শ্রী কৃষ্ণানন্দ মিশনে একটি জনকল্যানমূলক মহতী কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে পুণ্যগ্রাম আশ্রমের ৩০ জন দুঃস্থ শিশুর হাতে স্কুল ব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়, যাতে আগামী প্রজন্ম শিক্ষাব্যবস্থাকে আরও দায়িত্বশীলভাবে অগ্রসর করতে পারে।
এছাড়াও আশ্রমের শিশুরা যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে তার জন্য একটি অ্যাকোয়াগার্ড আশ্রমের দায়িত্বভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণানন্দ বালক ব্রহ্মচারীর হাতে তুলে দেওয়া হয়।
মহতীএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারী RACC সংযুক্ত ইউনিটের আঞ্চলিক সম্পাদক অভিষেক দাস, আঞ্চলিক সভাপতি জয়ন্ত পুরকায়েত সহ জোনাল কমিটির সদস্য কাজল চক্রবর্তী। উপস্থিত ছিলেন মেমারি RACC সংযুক্ত ইউনিটের সম্পাদক পরিমল রক্ষিত, সভাপতি অনির্বান মিত্র ও কোষাধ্যক্ষ কৌশিক ঘোষ, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।