আর জি কর কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মহামিছিলে জন জোয়ার
Bengal Times News, 31 August 2024
অতনু হাজরা, বেঙ্গল টাইমস নিউজ : আর জি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য শাখা সংগঠনের পক্ষ থেকে একটি মহামিছিল আয়োজিত হয়। সেই মহামিছিল হালারা মোড় থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। মিছিল শেষে জামালপুর বাসস্ট্যান্ডের কাছে কারালাঘাট ব্রিজে ওঠার মুখে একটি বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এর নেতৃত্বে এদিনের মিছিল ও বিক্ষোভ সভায় প্রায় কুড়ি হাজার মানুষ সমবেত হয়েছিলেন।
উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলি মন্ডল, জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ তৃণমূলের অন্যান্য শাখা সংগঠন এবং বিশিষ্ট অঞ্চলের সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং অন্যান্য নেতৃত্ব।
এদিনের বিক্ষোভ সভা থেকে সাংসদ ডাঃ শর্মিলা সরকার, বিধায়ক অলক কুমার মাঝি সহ মেহেমুদ খান, ভূতনাথ মালিকরা কার্যতঃ হুঙ্কার ছাড়েন। তাঁরা বলেন, জণগণের ভোটে বিজয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার গড়েছেন। এটা মামদোবাজি নাকি কেউ বললেই মমতা বন্দ্যোপাধ্যায় কে পদত্যাগ করতে হবে। আসলে লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির ভরাডুবির পর ওরা একটা ইস্যু খুঁজছিল, রাজনৈতিক ঝাল মেটানোর জন্য। তৃণমূল কংগ্রেসও চায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
উল্লেখ্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান থেকে কয়েকদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন। আর জি কর হাসপাতালে নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে, সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে, ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে ৩০ আগস্ট কলেজে কলেজে ছাত্রদের জমায়েত আন্দোলন হয়েছে।
৩১ আগস্ট দুপুর দুটো থেকে ছয়টা পর্যন্ত প্রত্যেক ব্লকে জমায়েত মিছিল এবং অবস্থান কর্মসূচি করার নির্দেশিকা দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস এবং সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। সেই নির্দেশ মতোই আজ পূর্ব বর্ধমান জেলা জুড়ে মিছিল ও বিক্ষোভ সভা হয়। সব থেকে বড় মিছিল ও সভা হয় জামালপুরে।