R G Kar case
আর জি কর কান্ডে অপরাধীর শাস্তির দাবিতে সরকারি কর্মচারী ফেডারেশনের অবস্থান বিক্ষোভ
Bengal Times News, 2 September 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ঘৃণ্য নারকীয় ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত নিরসন ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বর্ধমানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলন কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সামনে সরকারি কর্মচারীরা অবস্থান বিক্ষোভে বসে। তাদের এই আন্দোলনকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, বিশ্বনাথ রায়, মেন্টর মহঃ ইসমাইল সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বলেন, আর জি করের ঘটনায় আমরা বিচার চাই। সিবিআই তদন্ত করছে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তদন্ত শেষ করতে পারেনি। আমরা চাই বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হোক। দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। এছাড়া বিজেপি ও সিপিআইএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদেই তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সরকারি কর্মচারী ফেডারেশনের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, 'আর জি কর কান্ডে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু এই ঘটনার পর বিজেপি ও সিপিআইএম সহ বিরোধীরা রাজনীতি করতে নেমে পড়েছে। তদন্ত করছে সিবিআই অথচ বিরোধীরা সিবিআই এর দপ্তরে না গিয়ে নবান্ন অভিযান করছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। হাস্যকর দাবি'।