Road Accident
স্কুল বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আহত চার
Bengal Times News, 24 September 2024
মাধব দেবনাথ, নদিয়া : আবারও দুর্ঘটনার কবলে একটি বেসরকারি স্কুল বাস। লরি ও স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে আহত দুটি গাড়ির চারজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল বাসটিতে ছাত্রছাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি মঙ্গলবার নদীয়ার রানাঘাট এবং হবিপুরের মাঝামাঝি ১২ নম্বর জাতীয় সড়কের। সূত্রের খবর স্কুল বাসটি স্কুলে ছাত্রছাত্রীদের নামিয়ে শান্তিপুরের দিকে ফিরছিল, আর লরিটি যাচ্ছিল রানাঘাটের দিকে। তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, লরির ধাক্কায় স্কুল বাসটি নয়নজুলিতে গিয়ে পড়ে যায়। যদিও লরি এবং বাসে থাকা দুইচালক এবং দুই খালাসী আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে, সাথে সাথেই উদ্ধার কার্য শুরু হয়। যদিও কারোর প্রাণঘাতী ঘটনা ঘটেনি। তবে ওই স্কুল বাসে যদি ছাত্রছাত্রী থাকতো তাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারত। অন্যদিকে পুলিশ গিয়ে দুর্ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে জানার চেষ্টা করে। তবে এই দুর্ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়।