SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Hindi Day celebration কলংগুটের গোল্ডেন স্যান্ডস অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী হিন্দি দিবস উদযাপন


 

Hindi Day celebration 


কলংগুটের গোল্ডেন স্যান্ডস অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী হিন্দি দিবস উদযাপন 


Lutub Ali 
Bengal Times News, 22 September 2024

লুতুব আলি, গোয়া : গোয়ার কলংগুটেতে মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হল হিন্দি দিবস। আয়োজক পূর্বোত্তর হিন্দি একাডেমি। কলংগুটের গোল্ডেন স্যান্ডস অডিটোরিয়ামে এই বর্ণময় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। পরাধীন ভারতে হিন্দি গ্রহণকে জাতির জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে পরিগণিত হয়েছিল। ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে হিন্দি ভাষাভাষী মানুষ থাকায় হিন্দি ভাষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেও হর রাজেন্দ্র সিনহা হিন্দি দিবসটি উদযাপনের কথা উত্থাপিত করেন। এই হিন্দি ভাষাকে সরকারি ভাবে মর্যাদা দিতে ওকালতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজেন্দ্র। ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ভারতে হিন্দি দিবস পালিত হয়ে আসছে। ২০২৪ সালেও সেই পরম্পরাকে ধরে রাখতে হিন্দি ভাষাভাষীর বিশিষ্টজনেরা, সংগঠকরা জাতীয়স্তরে হিন্দি দিবস হিসেবে পালন করে আসছেন। বিশ্ব হিন্দি দিবস হিসেবেও পালিত হয়। 

১৮ তম লেখক মিলন শিবির সফলতার সঙ্গে কলংগুটে সম্পন্ন হয়। এখানকার অডিটোরিয়ামে তিন দিনব্যাপী বর্ণময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্য থেকে কবি, সাহিত্যিক, গুণীজনেরা তাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি সমৃদ্ধ করেন। হিন্দি ভাষাভাষি ছাড়াও অন্যান্য ভাষাভাষীর মানুষেরাও বিভিন্ন রাজ্য থেকে এই অনুষ্ঠানে যোগদান করেন। কলকাতা থেকে বিশিষ্ট সাহিত্যিক সুলেখা সরকার এই অনুষ্ঠানে যোগদান করায় সন্তোষ প্রকাশ করেন। 

এক সাক্ষাৎকারে সুলেখা সরকার বলেন, হিন্দি দিবসের অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়। মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষায় সাহিত্যচর্চা ও তার প্রচার, প্রসার একটি দেশের সামাজিক ও সাংস্কৃতিক একতাকে যেমন বাড়িয়ে তোলে একইভাবে তা মানুষের মানসিকতাকেও অনেক বেশি গঠনমূলক করে তোলে। সমাজের ভাঙ্গন প্রতিরোধ করে একটি মানুষকে পরিণত হতে শেখায়। একটি শিবিরে যখন বিভিন্ন রাজ্যের গুণীজনরা একত্রিত হন, ভাব বিনিময় করেন তখন স্বাভাবিকভাবেই সেই চেতনা বিশ্ব মানবতাবাদে রূপান্তরিত হতে পারে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। এই অনুষ্ঠানে সুলেখা সরকারকে আর্মড ডি সুজা যাযাবর সম্মান ২০২৪ প্রদান করা হয়।

 বিশেষজ্ঞদের অভিমত : দেশের বিভিন্ন রাজ্যে আঞ্চলিকতা মাথাচাড়া দিয়ে উঠে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার যে অপপ্রয়াস বিভিন্নভাবে সঞ্চারিত হচ্ছে, অতিসত্বর তার নিষ্পত্তি হওয়া দরকার। ভারতবর্ষ এমন একটি দেশ এখানে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানুষ বসবাস করতে পারেন এবং মত প্রকাশ করার স্বাধীনতা আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সমাজ সচেতন মানুষদের আরও অগ্রণী ভূমিকা পালন করা দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad