National Award
শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গ থেকে জাতীয় শিক্ষকের পুরস্কার পাচ্ছেন ২ জন শিক্ষক, দেশে ৫০ জন
Bengal Times News, 4 September 2024
মিলি সর ভৌমিক, নতুন দিল্লি : কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ ২০২৪ সালের জাতীয় শিক্ষক পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এই বছর, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৫০ জন আদর্শ শিক্ষককে শিক্ষার ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
৫ সেপ্টেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিকাল ৪ টে ১৫ মিনিটে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারগুলি প্রদান করবেন।
২০২৪ সালে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষকতায় জাতীয় পুরস্কার পাচ্ছেন মালদার ভূমিপুত্র নরসিংহ বিদ্যাপীঠ আঠারোখাই আশীষ কুমার রায় এবং গুরদহের শালবাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রশান্ত কুমার মারিক। এছাড়াও দেশের অন্যান্য পুরস্কারপ্রাপক শিক্ষকরা হলেন অবিনাশ শর্মা (হরিয়ানা), সুনীল কুমার (হিমাচল প্রদেশ), পঙ্কজ কুমার, রাজিন্দর সিং (পাঞ্জাব), বলজিন্দর সিং ব্রার (রাজস্থান), হুকম চাঁদ চৌধুরী (রাজস্থান), কুসুম লতা গড়িয়া (উত্তরাখণ্ড), চন্দ্রলেখা দামোদর মেস্ত্রী (গোয়া), চন্দ্রেশ কুমার বোলাশঙ্কর বরিসাগর (গুজরাট), বিনয় শশীকান্ত প্যাটেল (গুজরাট), মাধব প্রসাদ প্যাটেল (মধ্যপ্রদেশ), সুনিতা গোধা (মধ্যপ্রদেশ), কে. শারদা (ছত্তিশগড়), নরসিংহ মূর্তি এইচ কে(কর্নাটক), দ্বিতি চন্দ্র সাহু (ওড়িশা), সন্তোষ কুমার কর (ওড়িশা), উরফানা আমিন (জম্মু ও কাশ্মীর), রবিকান্ত দ্বিবেদী (উত্তরপ্রদেশ), শ্যাম প্রকাশ মৌর্য (উত্তরপ্রদেশ), ড. মিনাক্ষী কুমারী (বিহার), সিকেন্দ্র কুমার সুমন (বিহার), কে. সুমা (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), সুনীতা গুপ্তা (মধ্যপ্রদেশ), চারু শর্মা (দিল্লি), অশোক সেনগুপ্ত (কর্নাটক), এইচ.এন. গিরিশ (কর্নাটক), নারায়ণস্বামী আর (কর্নাটক), জ্যোতি পঙ্কজ (অরুণাচল প্রদেশ), লেফিজো আপন (নাগাল্যান্ড), নন্দিতা চোংথাম (মণিপুর), ইয়াঙ্কিল লামা (সিকিম), জোসেফ ভ্যানলালহরুইয়া পাল (মিজোরাম), চিরন্তন পিংগ্রোপ (মেঘালয়), ডঃ নণী গোপাল দেবনাথ (ত্রিপুরা), দীপেন খানিকর (আসাম), ড. আশা রানী (ঝাড়খন্ড), জিনু জর্জ (কেরল), কে.
শিবপ্রসাদ (কেরল), মিডি শ্রীনিবাস রাও (অন্ধ্রপ্রদেশ), সুরেশ কুনাতি (অন্ধ্রপ্রদেশ), প্রভাকর রেড্ডি অবসর নিয়েছেন (তেলেঙ্গানা), ঠাদুরি সম্পাথ কুমার (তেলেঙ্গানা), পল্লবী শর্মা (দিল্লি), চারু মাইনি (হরিয়ানা), গোপীনাথ আর (তামিলনাড়ু), মুরলিধরন রামিয়া সেতুরামন (তামিলনাড়ু), মানতাইয়া চিন্নি বেদকে (মহারাষ্ট্র), সাগর চিত্তরঞ্জন বাগাডে আর (মহারাষ্ট্র)।