Joka Sahitya Academi
অবনীন্দ্র সভা ঘরে জোকা সাহিত্য একাডেমীর নান্দনিক অনুষ্ঠান
Bengal Times News, 12 September 2024
লুতুব আলি, কলকাতা : দক্ষিণ কলকাতার বৃহত্তর বেহালা এলাকার একটি ঐতিহ্যবাহী জায়গা হল জোকা। এই এলাকায় সাহিত্য চর্চা, সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে অগ্রণী ভূমিকা নিয়েছে জোকা সাহিত্য একাডেমী। এই একাডেমীর প্রথম প্রয়াস সাহিত্য বাসর অনুষ্ঠিত হল কলকাতার নন্দনের অবনীন্দ্র সভা ঘরে। জোকা ডায়মন্ড পার্কের এই একাডেমীর নান্দনিক অনুষ্ঠান পর্বটি ছিল উৎকর্ষে ভরপুর। অনুষ্ঠানের প্রারম্ভে একাডেমির সম্পাদিকা শ্রীমতি লক্ষ্মী বিশ্বাস এবং সভাপতি উৎপল সরকার প্রারম্ভিক ভাষণে সকলকে স্বাগত জানান। একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠানে সকলকেও অভ্যর্থনা জ্ঞাপন করেন প্রদীপ জোয়ারদার, স্বপ্ন কুমার বিজলি, বিশ্বজিৎ ভাস্কর, শ্যাম হালদার, অপরাজিতা সেন, মিতালী, নারায়ন রায়, জয়া রায়, এমদাদুল হক, দীপক অধিকারী, সোমনাথ বেরা, মহাজিস মন্ডল, দীপান্বিতা হাজরা, প্রশান্ত চক্রবর্তী, সুকন্যা মজুমদার, দিপালী পাল সাউ প্রমুখ।
একাডেমীর সভাপতি তথা বিশিষ্ট কবি উৎপল সরকার বলেন, একাডেমীর প্রথম প্রয়াসেই ব্যাপক সাড়া মিলেছে। তিলোত্তমা কলকাতা তো বটেই পার্শ্ববর্তী জেলা থেকেও গুণী ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি ছিল নজরকাড়া। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রবীন্দ্র গবেষক সুরেন মুখোপাধ্যায়, সাহিত্যিক, সাংবাদিক অসিত ঘোষ, শিবপুর আই আই ই এস টি র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক ডঃ পার্থপ্রতিম দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ কুমার জিৎ মন্ডল প্রমুখ। এই বর্ণময় অনুষ্ঠানে যে সমস্ত কবি, সাহিত্যিক গুণী ব্যক্তিরা কবিতা পাঠ এবং মননশীল আলোচনায় অংশ নিয়েছিলেন তারা হলেন নীলরতন কুন্ডু, দেবাশীষ মুখার্জী, সুস্নাত রায়, মনোরূপ বন্দ্যোপাধ্যায়, নিবিড় সাহা, সৌমিত বসু, সুভাষ কর্মকার, প্রদীপ দে, দেবাশীষ চক্রবর্তী, ললিত মাইতি, অরুনাভ দাস, মিলন গোপাল গোস্বামী প্রমুখ। এই অনুষ্ঠানে একাডেমীর মুখপত্র কলমে জোকা একটি লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। সম্পাদক প্রদীপ জোয়ারদার এই পত্রিকার সকলকে পড়ার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, এই পত্রিকা নিয়মিত প্রকাশ পাবে, নিয়মিত সাহিত্য পাঠের আসর বসবে, লেখক পাঠক ভাব বিনিময় হবে, একটি বার্ষিক সংখ্যা প্রকাশিত হবে, লেখক সম্মেলনও করা হবে। কলমে জোকা পত্রিকায় যারা লিখেছেন তারা হলেন, উৎপল সরকার, দীপান্বিতা হাজরা, সুকন্যা মজুমদার, সুরেন মুখোপাধ্যায়, দিপালী পাল সাউ, লক্ষ্মী বিশ্বাস, স্বপন কুমার বিজলী, কৃষ্ণ প্রিয়া রাধারানী, মহা জিস মন্ডল, সোমনাথ বেরা, অতনু হাতি, দেবাশীষ চক্রবর্তী, দেবাশীষ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ভাস্কর, রীতা ঘোষ, সঞ্জয় সোম, দীপক অধিকারী, তপন কর, প্রদীপ দে, অরুনাভ দাস, অপরাজিতা সেন, জয়া বসু রায়, নারায়ণ রায়, প্রদীপ জোয়ারদার প্রমুখ।