Radhastami
মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত রাধা অষ্টমী উৎসব
Bengal Times News, 11 September 2024
বেঙ্গল টাইমস নিউজ, নবদ্বীপ : নদীয়া জেলার মায়াপুর ইসকনে শ্রীশ্রী চন্দ্রোদয় মন্দিরে মহাসমারোহে পালিত হল রাধা অষ্টমী উৎসব। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রাধারানির আবির্ভাব দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। সে কারণেই প্রতিবছর ইসকন মন্দিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এই বিশেষ দিনেই। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তরা রাধা অষ্টমী পালন করার জন্য নবদ্বীপের শ্রীধাম মায়াপুর ইসকন মন্দিরে উপস্থিত হন।
রাধা অষ্টমী উপলক্ষে মঙ্গলবার ছিল অধিবাস। বুধবার সকাল থেকেই মঙ্গল আরতির মধ্য দিয়ে রাধা অষ্টমীর কর্মসূচি শুরু হয়। মঙ্গল আরতি শেষে দেশ-বিদেশের ভক্তদের সামনে বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ করা হয়। রাধা অষ্টমী দিনটি কেন পালন করা হয়। কি রয়েছে তার পিছনে ইতিহাস। সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয় ভক্তদের।
বুধবার দুপুরে রাধা অষ্টমীর মূল অনুষ্ঠানে রাধা এবং শ্রীকৃষ্ণের অভিষেক ঘটান হয়। ইসকনের বিভিন্ন মহারাজরা রাধা এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে দুধ এবং পুষ্পাঞ্জলি প্রদর্শন করেন। গোটা দিন জুড়েই ইসকন মন্দিরে চলে ভক্তদের নাচ,গান এবং হরিনাম সংকীর্তন। বুধবারও তার ব্যতিক্রম নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যাও বাড়ছিল মন্দিরে। সেই কারণে ইসকন কর্তৃপক্ষের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল। রাধা অষ্টমীর দিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।