SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

The minister destroyed the memory of 37 years দলনেত্রীর নির্দেশ মেনে ৩৭ বছরের স্মৃতি গুড়িয়ে দিলেন মন্ত্রী


 

The minister destroyed the memory of 37 years


 

দলনেত্রীর নির্দেশ মেনে ৩৭ বছরের স্মৃতি গুড়িয়ে দিলেন মন্ত্রী 


Abhirup Acharya 
Bengal Times News, 21 September 2024

অভিরূপ আচার্য, পূর্বস্থলী : 'আপনি আচরি ধর্ম শেখাও অপরে' এই প্রবাদ বাস্তবে করে দেখালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর বিধানসভা ক্ষেত্র এলাকার এসটিকেকে রোডের ধারে হেমাতপুর মোড়ে একটি পার্টি অফিস ছিল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। দলনেত্রীর আহ্বানে সাড়া দিয়ে তখনই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন স্বপন দেবনাথ। সেই সময় থেকেই হেমাতপুর মোড়ের অফিসটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে পরিচিতি পায়। যদিও ১৯৮৭ সালে ঘোর বাম জমানায় হেমাতপুর মোড়ে মুলি বাঁশের বেড়া ও একচালা টিনের ছাউনি দিয়ে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ে তুলেছিলেন। 

আর এই পার্টি অফিসের পিছনেই একটি ছোট্ট ঘরই ছিল স্বপন দেবনাথ এর আস্তানা। ৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই কার্যালয়ে রাত্রি বাস এবং এই অফিস থেকেই বহু মানুষ কে নানা ক্ষেত্রে পরিষেবা দিয়ে এসেছেন। ১৯৯৩ সাল থেকে পঞ্চায়েত ও ৯৮ সালে পঞ্চায়েতসমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্রের জয় এখনও অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই নিজে দাঁড়িয়ে থেকে পি ডব্লু ডি এর জায়গায় তৈরি পার্টি অফিস ভেঙে স্মৃতি রোমন্থন করছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। 

তিনি বলেন, 'শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন সরকারি কোন জায়গায় কোনরকম দলীয় অফিস করা যাবে না। আর তার নির্দেশকে মান্যতা দিয়েই ১৯৮৭ সালে তৈরি করা এই পার্টি অফিস গুটিয়ে গুটিয়ে নেওয়া হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম। কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষকে দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ পরিষেবা নিতে আসতেন আর আমি নিজেও এই অফিসে রাত কাটিয়েছি অনেক। এই অফিস থেকেই মানুষের কথা শুনবার চেষ্টা করেছি, এলাকার কাজ করার চেষ্টা করেছি'।

 তিনি বলেন, আরেকটি কার্যালয় আছে পাশেই সেখানেই এখন অফিস স্থানান্তরিত হয়েছে। এই অফিস থেকেই সাধারণ মানুষ পরিষেবা পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad