The minister destroyed the memory of 37 years
দলনেত্রীর নির্দেশ মেনে ৩৭ বছরের স্মৃতি গুড়িয়ে দিলেন মন্ত্রী
Bengal Times News, 21 September 2024
অভিরূপ আচার্য, পূর্বস্থলী : 'আপনি আচরি ধর্ম শেখাও অপরে' এই প্রবাদ বাস্তবে করে দেখালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর বিধানসভা ক্ষেত্র এলাকার এসটিকেকে রোডের ধারে হেমাতপুর মোড়ে একটি পার্টি অফিস ছিল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। দলনেত্রীর আহ্বানে সাড়া দিয়ে তখনই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন স্বপন দেবনাথ। সেই সময় থেকেই হেমাতপুর মোড়ের অফিসটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে পরিচিতি পায়। যদিও ১৯৮৭ সালে ঘোর বাম জমানায় হেমাতপুর মোড়ে মুলি বাঁশের বেড়া ও একচালা টিনের ছাউনি দিয়ে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ে তুলেছিলেন।
আর এই পার্টি অফিসের পিছনেই একটি ছোট্ট ঘরই ছিল স্বপন দেবনাথ এর আস্তানা। ৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই কার্যালয়ে রাত্রি বাস এবং এই অফিস থেকেই বহু মানুষ কে নানা ক্ষেত্রে পরিষেবা দিয়ে এসেছেন। ১৯৯৩ সাল থেকে পঞ্চায়েত ও ৯৮ সালে পঞ্চায়েতসমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্রের জয় এখনও অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই নিজে দাঁড়িয়ে থেকে পি ডব্লু ডি এর জায়গায় তৈরি পার্টি অফিস ভেঙে স্মৃতি রোমন্থন করছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
তিনি বলেন, 'শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন সরকারি কোন জায়গায় কোনরকম দলীয় অফিস করা যাবে না। আর তার নির্দেশকে মান্যতা দিয়েই ১৯৮৭ সালে তৈরি করা এই পার্টি অফিস গুটিয়ে গুটিয়ে নেওয়া হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম। কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষকে দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ পরিষেবা নিতে আসতেন আর আমি নিজেও এই অফিসে রাত কাটিয়েছি অনেক। এই অফিস থেকেই মানুষের কথা শুনবার চেষ্টা করেছি, এলাকার কাজ করার চেষ্টা করেছি'।
তিনি বলেন, আরেকটি কার্যালয় আছে পাশেই সেখানেই এখন অফিস স্থানান্তরিত হয়েছে। এই অফিস থেকেই সাধারণ মানুষ পরিষেবা পাবেন।